বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে ব্যাঙ্গালুরু

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জয় ছাড়া আর কোন বিকল্প পথ খোলা নেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সামনে। হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা দলটির আত্মবিশ্বাস একদম তলানিতে এখন। তবে ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানোর রাস্তাটা কঠিন হলেও অসম্ভব কিছুই নয়।
সেই লক্ষ্য মাথায় রেখেই কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় বাঁচা মরার ম্যাচে মাঠে নামছে ভিরাট কোহলির দল। এই ম্যাচে জিতলে এখনও প্লে-অফ খেলার স্বপ্ন জিইয়ে থাকবে ভিরাট কোহলির দলের।
কিন্তু হেরে গেলে প্লে-অফে খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে প্রায় ৯০ ভাগ। অন্যদিকে এখন পর্যন্ত আইপিএলে কোনো দল টানা ৭ ম্যাচে হারেনি। তাই লজ্জার এই রেকর্ড এড়াতে মাঠে নামবে আরসিবি।

এদিকে কোহলি-ডি ভিলিয়ার্সদের পিঠ দেয়ালে ঠেকে গেলেও ভালো অবস্থানে আছে কিংস ইলেভেন পাঞ্জাব। ৪টি জয় নিয়ে পঞ্চম স্থানে থাকা দলটির সামনে সুযোগ রয়েছে টেবিলের দ্বিতীয় বা তৃতীয় স্থানে উঠে আসার।
তবে এই ম্যাচে পাঞ্জাবের একাদশে নাও দেখা যেতে পারে ওপেনার ক্রিস গেইলকে। পিঠের চোটের কারণে তাঁর এই ম্যাচে খেলা নিয়ে রয়েছে শঙ্কা। সেক্ষেত্রে ওপেনার হিসেবে দায়িত্ব পালন করতে পারেন স্যাম কারান।
এছাড়া একাদশে ফিরতে পারেন স্পিনার মুজিব উর রহমান। পাঞ্জাবের একাদশে একটি পরিবর্তন এলেও ব্যাঙ্গালুরুর একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সদ্য দলে যোগ দেয়া প্রোটিয়া পেসার ডেইল স্টেইনকে দেখা যেতে পারে এই ম্যাচে। এছাড়া ব্যাটিংয়ের শক্তি বাড়াতে হেনরিচ ক্লাসেনকে দলে রাখতে পারে আরসিবি।
কিংস ইলেভেন পাঞ্জাব সম্ভাব্য একাদশঃ লোকেশ রাহুল (উইকেটরক্ষক), মায়াঙ্ক আগারওয়াল, করুন নায়ার, ডেভিড মিলার/ময়েসেস হেনরিক্স, সরফরাজ খান, মন্দিপ সিং, স্যাম কারান, রবিচন্দ্র অশ্বিন (অধিনায়ক), মুজিব উর রহমান, মুরুগান অশ্বিন, মোহাম্মদ শামি।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু সম্ভাব্য একাদশঃ ভিরাট কোহলি (অধিনায়ক), পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), এবি ডি ভিলিয়ার্স, মার্কাস স্টয়নিস, মঈন আলী/হেনরিচ ক্লাসেন, অক্ষদীপ নাথ, পবন নেগী, টিম সাউদি/ডেল স্টেইন, উমেশ যাদব, যুবেন্দ্র চাহাল, নবদীপ সাইনি।