দুই মাস পর অনুশীলনে মুশফিক
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
মিরপুরের হোম অফ ক্রিকেটে আজ অনুশীলন করেছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
প্রায় দুই মাস পর শনিবার ব্যাটিং প্র্যাকটিস করেছেন তিনি। এর আগে শুক্রবার সকালে মিরপুরে রানিং সেশন করেছিলেন তিনি।

মূলত বিশ্বকাপের আগে নিজেকে পুরোদমে প্রস্তুত করে তুলতেই অনুশীলন শুরু করেছেন মুশফিক।
চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে গিয়ে আঙ্গুলে চোট পেয়েছিলেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। যেকারণে টেস্ট সিরিজে খেলতে পারেন নি তিনি।
বেশ আগে থেকেই চোট নিয়ে সমস্যায় ছিলেন মুশফিক। গেল বছর এশিয়া কাপের সময় পাজর আঘাত পেয়েছিলেন তিনি।