promotional_ad

মুম্বাইয়ের বিপক্ষে কঠিন পরীক্ষায় রাজস্থান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||
 
কঠিন পরীক্ষা অপেক্ষা করছে রাজস্থান রয়্যালসের সামনে। প্লে-অফ পর্বে জায়গা পেতে কঠিন সমীকরণ পাড়ি দিতে হবে দলটিকে। হাতে থাকা ৮ ম্যাচের মধ্যে জিততে হবে অন্তত ৬টিতে।


আসরের প্রথম ৬ ম্যাচের মধ্যে ৫টিতে হেরে টেবিলের সপ্তম স্থানে আছে আজিঙ্কা রাহানের দল। প্লে-অফ খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হাতে থাকা ম্যাচগুলোতে জিততেই হবে তাঁদের।


এই সমীকরণ মাথায় নিয়েই মুম্বাইয়ের মাঠে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে দলটি। ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় রোহিত শর্মার দলের বিপক্ষে মাঠে নামবে রাজস্থান রয়্যালস।


রাজস্থান এই ম্যাচে ব্যাকফুটে থাকলেও ৬ ম্যাচের ৪টিতে জিতে টেবিলের তৃতীয় স্থানে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। গুরুত্বপূর্ণ এই ম্যাচে জিতলে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসার সুযোগ রয়েছে তাদের। 



promotional_ad

এর আগের ম্যাচে ইনজুরির কারণে রোহিত শর্মা খেলতে না পারলেও রাজস্থানের বিপক্ষে ফিরছেন তিনি। ইনজুরি থেকে ফিরে আসার পাশাপাশি অফ ফর্মের হতাশাও এই ম্যাচে কাটাতে চাইবেন মুম্বাই দলপতি।


রোহিতের ফিরে আসা ছাড়া মুম্বাই একাদশে আর কোন পরিবর্তন আসার সম্ভাবনা নেই। দলের বোলিং আক্রমণ বেশ ভালো ফর্মে আছে যেকারণে কঠিন পরীক্ষা দিতে হবে রাজস্থান রয়ালসের ব্যাটসম্যানদের।


অন্যদিকে রাজস্থান দলে আসতে পারে একটি পরিবর্তন। টিম কম্বিনেশনের কারণে বেঞ্চে বসতে হতে পারে স্টিভ স্মিথকে। বোলিংয়ে শক্তি বাড়াতে তাঁর পরিবর্তে আইপিএল অভিষেক হতে পারে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যাস্টন টার্নারের। 


মুম্বাই ইন্ডিয়ানস সম্ভাব্য একাদশঃ



রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, কাইরন পোলার্ড, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, আলজারি জোসেফ, রাহুল চাহার, জাসপ্রিত বুমরাহ, জেসন বেহরেনডর্ফ।


রাজস্থান রয়্যালস সম্ভাব্য একাদশঃ 


আজিঙ্কা রাহানে (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), সাঞ্জু স্যামসন, স্টিভেন স্মিথ /অ্যাস্টন টার্নার, রাহুল ত্রিপাঠি, বেন স্টোকস, জোফরা আর্চার, শ্রেয়াস গোপাল, রিয়ান পারাগ, জয়দেব উনাদকাট, ধাওয়াল কুলকার্নি 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball