promotional_ad

ধাওয়ানের ঝড়ো ব্যাটিংয়ে শীর্ষ চারে দিল্লি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। দুর্দান্ত খেলেও ৩ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন শিখর ধাওয়ান। তার ব্যাট থেকে এসেছে অপরাজিত ৯৭ রান।


এই জয়ে পয়েন্ট টেবিলে ৪ নম্বরে জায়গা করে নিয়েছে দিল্লি। ৭ ম্যাচ খেলে তাদের এটি চতুর্থ জয়। এই ম্যাচের আগে ৩ জয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ছিল ৬ নম্বরে। 


১৭৯ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে ওপেনিং জুটিতে ৩২ রান যোগ করেন পৃথ্বী শ ও শিখর ধাওয়ান। শ ১৪ রান করে আউট হলে দ্রুতই ফিরেছেন অধিনায়ক শ্রেয়াশ আইয়ার।


তিনি মাত্র ৬ রান করে আউট হয়েছেন। এরপর তৃতীয় উইকেটে আরেকটি বড় জুটি গড়েন ধাওয়ান ও ঋষাভ পান্ত। এই দুজনে ১০৫ রান যোগ করেছেন। পান্ত ফিরে গেলে ইনগ্রাম দ্রুত রান তুলতে থাকেন।


ফল??? আর সেঞ্চুরি পাওয়া হয়নি ধাওয়ানের। এক প্রান্ত আগলে রেখে ২ ছক্কা আর ১১ চারে তিনি অপরাজিত থাকেন ৯৭ রান করে। ইনগ্রামের ব্যাট থেকে এসেছে ৬ বলে ১৪ রান। কলকাতার হয়ে নিতীশ রানা আন্দ্রে রাসেল ও প্রশিধ কৃষ্ণ ১টি করে উইকেট নিয়েছেন। 



promotional_ad

টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কলকাতা। ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন জো ডেনলি। তবে শুভমান গিল অভিজ্ঞ রবিন উথাপ্পাকে নিয়ে দ্বিতীয় উইকেটে যোগ করেছেন ৬৩ রান।


উথাপ্পার ব্যাট থেকে এসেছে ২৮ বলে ৩০ রান। এরপর অবশ্য গিলকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি নীতিশ রানা। তিনি আউট হয়ে গেছেন মাত্র ১২ বলে ১১ রান করে। 


একপ্রান্ত আগলে রেখে ৩৯ বলে ৭ বাউন্ডারি আর ২ ছক্কায় ৬৫ রানের ঝড়ো ইনিংস করে সাজঘরের পথ ধরেন শুভমান গিল। প্রতিটি ম্যাচের মতো এই ম্যাচেও শেষ দিকে নেমে ঝড়ো ইনিংস খেলেছেন আন্দ্রে রাসেল।


পাঁচ নাম্বারে নেমে ২১ বলে ৩ চার আর ৪ ছক্কায় ৪৫ রান করেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। ৬ বলে ১৪ রানে অপরাজিত থাকেন পিযুষ চাওলা। দিল্লির হয়ে ২টি করে উইকেট নেন কাগিসো রাবাদা,  কিমো পল আর ক্রিস মরিস। 


সংক্ষিপ্ত স্কোরঃ


কলকাতা নাইট রাইডার্সঃ ১৭৮/৭ (২০ ওভার)



(গিল ৬৫, রাসেল ৪৫; মরিস ২/৩৬)


দিল্লি ক্যাপিটালসঃ ১৮০/৩ (১৮.৫ ওভার)


(ধাওয়ান ৯৭, পান্ত ৪৬; নিতিশ ১/১২)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball