সৌরভের সঙ্গ উপভোগ করছেন পন্টিং

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্ব ক্রিকেটের দুই সাবেক তারকা সৌরভ গাঙ্গুলি ও রিকি পন্টিং এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটেলসের পরামর্শকের দায়িত্বে আছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে পন্টিং জানিয়েছেন তিনি দারুণ উপভোগ করেন সৌরভের সঙ্গ।
তাছাড়া, দলের ক্রিকেটাররাও তার সঙ্গ উপভোগ করেন বলে বিশ্বাস এই সাবেক অজি অধিনায়কের। সৌরভ দিল্লির সাফল্যের জন্য প্রতিজ্ঞাবদ্ধ বলেও মনে করেন তিনি।

'আমি সবসময় তার সঙ্গ উপভোগ করি। আমি মনে করি সব ছেলেরাও তার সঙ্গ উপভোগ করে একই রকম। সে দিল্লির জন্য খুবই প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা যে সাফল্য আশা করছি তার জন্য। তাই আমরা একসঙ্গে ভালো ভাবে কাজ করছি।'
সৌরভের সঙ্গে ডাগ আউট ভাগ করে নেয়া, মিটিং এবং সবকিছুই অনেক মজার বলে জানিয়েছেন পন্টিং। খেলা সম্পর্কে দুজনেরই চিন্তাধারা ও দৃষ্টিকোণ একই রকম বলে মনে করেন তিনি।
মূলত এটাই তাদের এক সাথে কাজ করতে অনুপ্রেরণা যোগাচ্ছে। খেলোয়াড়ি জীবন থেকেই দুজনের মধ্যে মধুর সম্পর্ক বজায় আছে বলেই জানিয়েছেন দিল্লির এই ব্যাটিং পরামর্শক।
'গত মাস থেকে ডাগ আউট শেয়ার করা, মিটিং এবং সৌরভের সাথে সবকিছু করা অনেক মজার। আমি মনে করি সেও একই কথা বলবে। খেলা সম্পর্কে আমাদের দৃষ্টিকোণ এবং চিন্তাধারা প্রায় একই। এটাই আমাদের একসাথে কাজ করতে সাহায্য করছে। খেলোয়াড়ি জীবন থেকেই আমাদের সম্পর্কটা ভালো।'