promotional_ad

টুর্নামেন্ট থেকে বিদায় ইমরুলের গাজি গ্রুপের

ছবি-ফেসবুক
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গাজি গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আজকের ম্যাচে ৩৪ রানের জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। অপরদিকে এই পরাজয়ের ফলে সুপার লীগে খেলার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গিয়েছে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন গাজি গ্রুপের। 


এদিন সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে শুরুতে টসে জিতে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ২০১ রান সংগ্রহ করেছিল আনামুল হক বিজয়ের প্রাইম ব্যাংক। এরপর প্রাইম ব্যাংকের ছুঁড়ে দেয়া ২০২ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৮ বল আগেই ১৬৭ রানে অলআউট হয়ে যায় গাজি গ্রুপ।


দলটির পক্ষে আহত হয়ে মাঠ ছাড়ার আগে ওপেনার মাইশুকুর রহমান সর্বোচ্চ ৭৪ রান করতে পেরেছিলেন। তিনি সুস্থ থাকলে হয়তো জয়ের সম্ভাবনা থাকতো গাজি গ্রুপের। মাইশুকুর ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেছেন শামসুর রহমান। বাকি ব্যাটসম্যানদের মধ্যে আর কেউই প্রাইম ব্যাংকের বোলারদের সামনে ভালো করতে পারেননি। 



promotional_ad

প্রাইম ব্যাংকের হয়ে নাঈম হাসান এবং অলোক কাপালি নিয়েছেন ২টি করে উইকেট। যেখানে ১টি করে উইকেট পেয়েছেন আল-আমিন হোসেন, মনির হোসেন এবং আরিফুল হক। 


এর আগে ম্যাচটির শুরুতে ব্যাটিং করতে নেমে গাজি গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ২০১ রানের মামুলি পুঁজি পেয়েছিল আনামুল হক বিজয়ের প্রাইম ব্যাংক। দলটিকে এত অল্প রানে বেঁধে ফেলার পেছনে মূল ভূমিকা ছিল সঞ্জিত সাহা, নাসুম আহমেদ এবং কামরান গুলামের।  


গাজি গ্রুপের তরুণ স্পিনার সঞ্জিত ১০ ওভারে মাত্র ৩০ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন। অপরদিকে বাঁহাতি দুই স্পিনার নাসুম এবং গুলাম নিয়েছেন ২টি করে উইকেট। 


প্রাইম ব্যাংকের হয়ে ৩৪ রান করতে পেরেছিলেন নাঈম হাসান এবং আরিফুল হক। শেষের দিকে মনির হোসেন অপরাজিত ছিলেন ২৫ রানে। এছাড়াও ভারতীয় রিক্রুট সুদীপ চ্যাটার্জী খেলেছেন ২১ রানের ইনিংস। 



সংক্ষিপ্ত স্কোরঃ


প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবঃ ২০১/৯ (৫০ ওভার) (নাঈম-৩৪, আরিফুল-৩৪; সঞ্জিত-৩/৩০, নাসুম-২/৩২) 


গাজি গ্রুপ ক্রিকেটার্সঃ ১৬৭/১০ (৪৫.২ ওভার) (মাইশুকুর-৭৪, শামসুর-২৭; কাপালি-২/১৩, নাঈম-২/৩৯)  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball