বিশ্বকাপের আগে ইনজুরিতে ইমাদ ওয়াসিম

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গুরুতর ইনজুরিতে পড়েছেন পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। বিশ্বকাপের আগে দলের অনুশীলন চলাকালীন হাঁটুতে চোট পেয়েছেন এই বাঁহাতি অলরাউন্ডার। এই কারণে শঙ্কা তৈরি হয়েছে বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে।
বিশ্বকাপের জন্য এখনও দল ঘোষণা করে নি পাকিস্তান। দল ঘোষণার আগে লাহোরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ২৩ ক্রিকেটারকে নিয়ে ফিটনেস ক্যাম্প করছিল দলটি।

সেই ক্যাম্প চলাকালীন সময়েই হাঁটুর ইনজুরিতে পড়েন ইমাদ। বর্তমানে লাহোরে পুনর্বাসন প্রক্রিয়া চলছে এই বাঁহাতি অলরাউন্ডারের। বিশ্বকাপ এবং ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য আগামী সপ্তাহেই দল ঘোষণা করার কথা রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের।
এমন অবস্থায় ইমাদের ইনজুরি দুশ্চিন্তায় ফেলেছে টিম ম্যানেজমেন্টকে। সম্প্রতি সময়ে ভালো ফর্মে ছিলেন এই অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান হোয়াইট ওয়াশ হলেও ব্যাট হাতে ১৪১ রান করার পাশাপাশি ৩ উইকেট নিয়েছিলেন ইমাদ।
এছাড়া সেই সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়ক শোয়েব মালিক ইনজুরির কারণে ছিটকে যাওয়ায় শেষ দুই ওয়ানডেতে পাকিস্তান দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
বিশ্বকাপের জন্য চলতি মাসের ১৫ এবং ১৬ তারিখ লাহোরে ফিটনেস পরীক্ষা দিবেন ক্যাম্পে ডাক পাওয়া ২৩ পাকিস্তানী ক্রিকেটার। এরপরই ১৮ বা ১৯ তারিখ দল ঘোষণা করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।