শীর্ষে থেকে সুপার লিগে রূপগঞ্জ

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
মোহাম্মদ নাঈম শেখ ও মেহেদী মারুফের জোড়া অর্ধশতকে ভর করে ঢাকা প্রিমিয়ার লীগের ১১তম রাউন্ডের ম্যাচে উত্তরা স্পোর্টিং ক্লাবকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
ফলে, ১১ ম্যাচে ১০ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সুপার লিগ নিশ্চিত করল রূপগঞ্জ। আগে ব্যাট করে উত্তরা মাত্র ১৮০ রানের পুঁজি পায়। জবাবে ব্যাট করতে নেমে রূপগঞ্জকে উড়ন্ত সূচনা এনে দেন মোহাম্মদ নাঈম ও মেহেদী মারুফ। এই দুজনের ওপেনিং জুটিতে যোগ করেন ৯৬ রান।
নাঈম ৭৭ বলে ৬৩ রান মোহাইমিনুলের বলে বোল্ড হয়ে আউট হয়েছেন। তার ইনিংসটি ৯টি চার ও এক ছক্কায় সাজানো ছিল। দ্বিতীয় উইকেটে মমিনুলকে নিয়ে ৮৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন মারুফ।
তিনি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৬০ রান করে। মমিনুলের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৪৫ রান। এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই তানজিদ হাসানকে হারিয়ে বসে উত্তরা স্পোর্টিং ক্লাব।

সেখান থেকে দলের হাল ধরেন আনিসুল ইসলাম ইমন এবং শানাজ আহমেদ। তবে হাল ধরার পরও ব্যর্থতার পরিচয় দিয়েছেন দলের মিডেল অর্ডার ব্যাটসম্যানরা।
ফিফটি হাঁকিয়ে ইমন সাজঘরে ফিরে যাওয়ার পর উত্তরাকে চেপে ধরে রূপগঞ্জ। দলীয় ৯০ থেকে ৯৪ রানের মধ্যে আরও ৩ ব্যাটসম্যানকে হারিয়ে বসে তাঁরা।
৯৪ রানে ৪ উইকেট হারানো উত্তরার পক্ষে লড়াই চালিয়ে যান মিনহাজুল আবেদিন এবং শখীর আহমেদ। তবে এই দুজনও ইনিংসের শেষ ভাগে এসে উইকেটে ফিরেছেন দ্রুত।
শেষ পর্যন্ত রুপগঞ্জ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভারে মাত্র ১৮০ রানের পুঁজি তুলতে সক্ষম হয় দলটি। মিনহাজুল আবেদিন ৩৭ এবং সখীর হোসেন ৩৩ রান নিয়ে সাজঘরে ফেরেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
উত্তরা স্পোর্টিং ক্লাবঃ ১৮০/৮ (৫০ ওভার)
(ইমন ৫৫) (নাবিল সামাদ ৩/২৯)
রূপগঞ্জঃ ১৮১/১ (৪০.৪ ওভার)
(মারুফ ৬০*, মমিনুল ৪৫; মোহাইমিনুল ১/৪৫*)