promotional_ad

সুপার লিগের দৌড়ে এগিয়ে মোহামেডান

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বৃষ্টির কারণে ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১১৩ রানের জয় পেয়েছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই ম্যাচ জিতে ঢাকা প্রিমিয়ার লিগের পঞ্চম অবস্থানে উঠে এসেছে মোহামেডান, বাঁচিয়ে রেখেছে সুপার সিক্সের স্বপ্ন।


যদিও ২৯৭ রানের বিশাল লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই মোহামেডানের বোলারদের তোপের মুখে পড়েছিল প্রাইম ব্যাংক। ১৫০ রান তুলতেই নয় উইকেট হারিয়েছে দলটি। দলের হয়ে কোন ব্যাটসম্যানই অর্ধশতকের ঘরে যেতে পারেননি।


সোহাগ গাজী, মোহাম্মদ আশরাফুলের বিধ্বংসী বোলিংয়ে চুরমার হয়েছে প্রাইম ব্যাংকের ব্যাটিং লাইন আপ। দলটির হয়ে সর্বোচ্চ ২৮ রানের ইনিংস খেলেছিলেন সাতে নামা ব্যাটসম্যান নাহিদুল ইসলাম। এছাড়া অধিনায়ক এনামুল হক বিজয় ২৬, অভিমন্যু ঈশ্বরন ২২ রানের ইনিংস খেলেছিলেন।


বিকেএসপিতে ঘূর্ণি জাদুতে প্রাইম ব্যাংকের ব্যাটসম্যানদের বারবার পরাস্ত করেছেন গাজী এবং আশরাফুল। সাত ওভার হাত ঘুরিয়ে ২১ রানে চার উইকেট নেন গাজী, যেখানে আশরাফুল ১০ ওভারে ৩৭ রান দিয়ে নেন তিন উইকেট। একটি করে উইকেট তুলে নিতে সক্ষম হন সাকলাইন সজীব এবং রাহাতুল ফেরদৌস।


গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে মোহামেডানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল প্রাইম ব্যাংক। আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে সূচনাটা ভালো না হলেও শেষটা ভালো করেছে মোহামেডান। ইনিংসের শুরুতেই উইকেট হারানো দলটি ২৯৬ রান সংগ্রহ করে নির্ধারিত ৫০ ওভার শেষে। ব্যাট হাতে দলের শক্ত ভিত গড়ে দেন রকিবুল ইসলাম।



promotional_ad

তিনি তুলে নিয়েছেন এবারের ডিপিএলে নিজের প্রথম শতক। ১০৪ বলে ১০২ রানের ইনিংস খেলেছিলেন রকিবুল, এদিন মোহামেডানের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস। রকিবুলের সাথে দারুণ সঙ্গ দিয়েছিলেন মোহামেডানের ভারতীয় ক্রিকেটার রজত ভাটিয়া।


ভাটিয়া খেলেছেন ৬০ বলে ৬৬ রানের দুর্দান্ত এক ইনিংস। শেষের দিকে এসে ব্যাট হাতে রীতিমত তাণ্ডব চালিয়েছেন সোহাগ গাজী। তিনি খেলেছেন ১৪ বলে ৩৩ রানের ইনিংস। যেখানে নাঈম হাসানের এক ওভারেই তিনি নিয়েছেন ২৮ রান। ওপেনার লিটন দাস খেলেছেন ৩৫ বলে ৩৬ রানের ইনিংস।


রকিবুল, রজত এবং সোহাগ গাজীদের সামনে রান বিলালেও উইকেটের দেখা পেয়েছেন চারজন। আল আমিন হোসেন, মনির হোসেন, নাঈম হাসান, আব্দুর রাজ্জাক প্রত্যেকেই দুটি করে উইকেট তুলে নিয়েছেন।


সংক্ষিপ্ত স্কোর


মোহামেডানঃ ২৯৬/৯, ওভার- ৫০


রকিবুল হাসান ১০২, রজত ভাটিয়া ৬৬



মনির হোসেন ২/৩৭, নাঈম হাসান ২/৫৩


প্রাইম ব্যাংকঃ ১৫০/৯, ওভার- ৩৯.১


নাহিদুল ইসলাম ২৮, এনামুল হক বিজয় ২৬


সোহাগ গাজী ৪/২১, মোহাম্মদ আশরাফুল ৩/৩৭



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball