promotional_ad

রুপগঞ্জ শিবিরে সাইফুদ্দিনের আঘাত

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


সংক্ষিপ্ত স্কোরঃ 


আবাহনী লিমিটেডঃ ১২২/১০ (মোসাদ্দেক-৪০, মিঠুন-৩৮; শুভাশিষ-৩/৩৭, শহীদ-২/১১) 


লিজেন্ডস অফ রুপগঞ্জঃ ৬২/১ (১১ ওভার) (মারুফ-৩৩*, মমিনুল-০*; সাইফুদ্দিন-১/১০, মাশরাফি-০/১৫)  



promotional_ad

জুটি ভাঙ্গলেন সাইফুদ্দিনঃ অবশেষে দলীয় ৬২ রানের মাথায় জাহিদ জাভেদের হাতে মোহাম্মদ নাঈমকে ক্যাচ বানিয়ে জুটি ভাঙ্গতে সক্ষম হয়েছেন আবাহনীর পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। ২২ রান করে সাজঘরে ফিরেছেন নাঈম।  


রুপগঞ্জের দারুণ সূচনাঃ আবাহনী ছুঁড়ে দেয়া ১২৩ রানের মামুলি লক্ষ্যে খেলতে নেমে শুরুটা দারুণ করেছেন রূপগঞ্জের দুই ওপেনার মেহেদি মারুফ এবং মোহাম্মদ নাঈম। এই দুই ব্যাটসম্যানের ব্যাটে পঞ্চাশ রানের কোটা পার করে রুপগঞ্জ।


এর আগে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুতে ব্যাটিং করতে নেমে মাত্র ১২২ রানে অলআউট হয়ে গিয়েছিলো মোসাদ্দেক হোসেন সৈকতের নেতৃত্বাধীন আবাহনী লিমিটেড।


দলের পক্ষে অধিনায়ক মোসাদ্দেক খেলতে পেরেছেন সর্বোচ্চ ৪০ রানের ইনিংস। যেখানে দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান এসেছে মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে। বাদবাকি ব্যাটসম্যানদের আর কেউই তেমন রান করতে পারেননি। 



আবাহনী শিবিরে ধ্বস নামানোর মূলে ছিলেন দুই পেসার শুভাশিষ রায়, মোহাম্মদ শহীদ এবং স্পিনার নাবিল সামাদ। শুভাশিষ ৩৭ রানে ৩টি উইকেট তুলে নিয়েছেন। যেখানে শহীদ এবং নাবিল প্রত্যেকে পেয়েছেন ২টি করে উইকেট। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball