promotional_ad

তিন রানের আক্ষেপ আফিফের

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোর


শাইনপুকুরঃ ২৮০/৭, ৪৫ ওভারে


সোহরাওয়ার্দী শুভ ২৪*, দেলোয়ার ১*; সোহাগ গাজী ২/১৫, রজত ভাতিয়া ১/৪৭


শতকের দ্বারপ্রান্ত থেকে ফিরলেন আফিফঃ দুর্দান্ত ব্যাটিং করে যাচ্ছিলেন শাইনপুকুরের বাঁহাতি ব্যাটসম্যান আফিফ হোসেন। অল্পের জন্য ব্যর্থ হয়েছেন লিস্ট 'এ' ক্যারিয়ারে নিজের অভিষেক শতক তুলে নিতে।



promotional_ad

৮৬ বলে ৯৭ রানের ইনিংস খেলে সাহাদাত হোসেনের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন আফিফ। ৪টি চার এবং ৫টি ছয় হাঁকিয়েছিলেন তিনি। এদিকে জয়ের জন্য শাইনপুকুরের প্রয়োজন ৩০ বলে ৪৬ রান।


আশির ঘরে আফিফঃ আফিফকে দারুণ সঙ্গ দিচ্ছিলেন অমিত হাসান। ৪৩ রান সংগ্রহ করতেই আলাউদ্দিন বাবুর বলে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। কিন্তু দুর্দান্ত ব্যাটিং ব্যাটিং করে যাচ্ছেন আফিফ হোসেন।


৮২ রানে ব্যাটিং করছেন তিনি। তাঁর সাথে উইকেটে আছেন সোহরাওয়ার্দী শুভ।


অর্ধশতকের ঘরে আফিফঃ ৪৯ রানের ইনিংস খেলে আউট হয়েছেন উন্মুখ চাঁদ। কিন্তু ব্যাট হাতে দলের এক প্রান্ত ধরে রেখেছেন বাঁহাতি ব্যাটসম্যান আফিফ হোসেন। ইতিমধ্যে লিস্ট 'এ' ক্রিকেটে নিজের ষষ্ঠ অর্ধশতক তুলে নিয়েছেন তিনি।


ব্যাটিং করছেন শতক ছাড়ানো স্ট্রাইক রেটে। ৬১ বলে ৬৯ রান নিয়ে উইকেটে আছেন তিনি। ৪ চার এবং ৩ ছয়ে সাজিয়েছেন নিজের ইনিংসকে। তাঁর সাথে দারুণ সঙ্গ দিয়ে যাচ্ছেন অমিত হোসেন। তিনি ব্যাটিং করছেন ২৫ রানে।



গাজীর দুর্দান্ত বোলিংঃ ব্যাট হাতে মোহামেডানের হয়ে তাণ্ডব চালানোর পর বল হাতেও দুর্দান্ত সোহাগ গাজী। দারুণ খেলতে থাকা শাইনপুকুরের দুই ওপেনার সাদমান ইসলাম এবং সাব্বির হোসেনকে সরাসরি বোল্ড করে ফিরিয়েছেন গাজী।


সাব্বিরকে ১৭ রানে এবং সাদমানকে ২১ রানে ফিরিয়েছেন তিনি। পাঁচ পভার হাত ঘুরিয়ে মাত্র ১৫ রান খরচায় মূল্যবান দুটি উইকেট তুলে নিয়েছেন গাজী। তৃতীয় উইকেট হিসেবে রানআউট হয়েছেন তৌহিদ হৃদয়। তিনি আউট হয়েছেন ৯ রান করে।


তবে ব্যাট হাতে শাইনপুকুরের হাল ধরেছেন ভারতীয় ক্রিকেটার উন্মুখ চাঁদ। তিনি ব্যাটিং করেছেন ৪৫ রানে, তাঁর সাথে উইকেটে আছেন বাঁহাতি ব্যাটসম্যান আফিফ হোসেন।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball