promotional_ad

৫০ রানেই অলআউট বিকেএসপি!

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ফতুল্লায় পেসার আল আমিন হোসেনের বিধ্বংসী বোলিংয়ে তারুণ্য নির্ভর দল বিকেএসপিকে মাত্র ৫০ রানেই অলআউট করে দিয়েছে এনামুল হক বিজয়ের প্রাইম ব্যাংক! যার ফলে ঢাকা প্রিমিয়ার লিগ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ জয় তুলে নিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। 


১৭২ রানের বিশাল জয়ে ডিপিএলের চলতি আসরের সুপার সিক্স নিশ্চিত করে নিয়েছে প্রাইম ব্যাংক। যা ছিল ডিপিএলে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ জয়। ডিপিএলে সর্বোচ্চ জয়ের রেকর্ডটি গাজী গ্রুপের। ২০১৭ সালের আসরে শেখ জামালের বিপক্ষে ১৭৭ রানের জয় পেয়েছিল দলটি।


শুক্রবার এ ম্যাচে ২২৩ রানের লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নেমেই পেসার আল আমিন হোসেনের আগুন ঝরা বোলিংয়ের সম্মুখীন হয় বিকেএসপি। বিকেএসপির টপ অর্ডারের কোন ব্যাটসম্যানকে দাঁড়াতে দেন নি আল আমিন। বিধ্বংসী বোলিং করে প্রথম চার ব্যাটসম্যান প্রান্তিক নাবিল, ফাহাদ হোসেন, আমিনুল ইসলাম, আকবর আলিকে ফিরিয়েছেন তিনি। এরপর রান আউটে সাজঘরের পথ ধরেন শামিম হোসেন। আব্দুল কাইয়ুমকে বোল্ড করে আল আমিন তুলে নেন নিজের পঞ্চম উইকেট।


শেষের দিকে নাঈম হাসানের দুই উইকেট এবং আব্দুর রাজ্জাক ও মনির হোসেন একটি করে উইকেট তুলে নিয়ে অলআউট হয়ে যায় বিকেএসপি। পারভেজ হোসেন ইমন ব্যতিত দলটির হয়ে কোন ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে পা দিতে পারেননি। ইমন খেলেছেন ১৫ রানের ইনিংস। 


এর আগে বিকেএসপির বোলারদের সামনে হোঁচট খেয়েছিল প্রাইম ব্যাংকের ব্যাটসম্যানরাও। দলটির হয়ে একাই খেলেছেন বিদেশি ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরন। তাঁকে দারুণ সঙ্গ দিয়েছিলেন নাহিদুল ইসলাম। এই দুইজনের ব্যাটিংয়েই বিকেএসপির বিপক্ষে ২২২ রানের সম্মানজনক পুঁজি পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।



promotional_ad

ফতুল্লায় টসে হেরে আগে ব্যাটিং করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি প্রাইম ব্যাংকের ব্যাটসম্যানরা। বিকেএসপির বোলারদের তোপের মুখে পড়ে ৭২ রানেই পাঁচ উইকেট হারিয়ে বসে প্রাইম ব্যাংক।


অধিনায়ক এনামুল হক বিজয়ের ২৩ এবং এল আমিনের ১৭ রানের ইনিংস ছাড়া প্রথম সারির ব্যাটসম্যানদের মধ্যে আর কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। তিনে নামা ব্যাটসম্যান ঈশ্বরন দলকে টেনেছেন একাই। যদিও ষষ্ঠ উইকেটে তাঁকে সঙ্গ দিয়েছিলেন নাহিদুল।


দুইজনে মিলে গড়েছেন ৯৪ রানের জুটি। লিস্ট 'এ' ক্যারিয়ারের ষষ্ঠ অর্ধশতক তুলে নাহিদুল ফিরলেও দলের এক প্রান্ত দায়িত্ব নিয়ে ধরে রেখেছেন ঈশ্বরন। ৪৮তম ওভারে রান আউট হয়ে ফিরে যেতে হয়েছেন ৯২ রানের অসাধারণ একটি ইনিংস খেলা ঈশ্বরনকে।


শেষের দিকে এসে নাঈম হাসান ১৫ এবং আব্দুর রাজ্জাক ১৩ রানের ইনিংস খেলেছেন। নির্ধারিত ৫০ ওভার ব্যাটিং করে আট উইকেটে ২২২ রান সংগ্রহ করেছে দলটি।


বিকেএসপির হয়ে দুর্দান্ত বোলিং করেন সুমন খান, নওশাদ ইকবাল এবং হাসান মুরাদ। তিন জনই নিয়েছেন স্বল্প রান খরচায় দুটি করে উইকেট।


সংক্ষিপ্ত স্কোর



প্রাইম ব্যাংকঃ ২২২/৮, ওভার-৫০


ঈশ্বরন ৯২, নাহিদুল ৫০; সুমন খান ২/৪১, নওশাদ ২/৩৭


বিকেএসপিঃ ৫০ অলআউট, ওভার- ২২


পারভেজ হোসেন ইমন  ১৫, ফাহাদ হোসেন ৫; আল আমিন হোসেন ৫/২০, নাঈম হাসান ৬/২



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball