বড় অংকের জরিমানা গুনলেন করুনারত্নে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মদ পান করে গাড়ি চালানোর পাশাপাশি একজনকে আহত করার দায়ে গ্রেফতার হয়েছিলেন শ্রীলংকার টেস্ট দলপতি দিমুথ করুনারত্নে। এরপর জামিনে ছাড়া পেলেও এই ঘটনার জন্য তাঁকে বড় অঙ্কের জরিমানা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
শাস্তি হিসেবে সাড়ে সাত হাজার ডলার জরিমানা গুনতে হচ্ছে এই লঙ্কান ওপেনারকে। যা একটি টেস্ট ম্যাচের ম্যাচ ফি'র সমান বলে জানিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

বিশ্বকাপের আগে এমন কান্ড ঘটানয় অসন্তোষ প্রকাশ করেছেন এসএলসি সেক্রেটারি মহান ডি সিলভা। সেই সঙ্গে করুনারত্নকে সতর্কবার্তাও দিয়েছেন তিনি। তাঁর ভাষায়,
'সামনে বিশ্বকাপের মত গুরুত্বপূর্ণ একটি আসর রয়েছে। তাঁর আগে এমন কান্ড মোটেও মেনে দেয়ার মত নয়।
'আমাদের আসন্ন ঘরোয়া টুর্নামেন্টের পেছনে এমনিতেই অনেক অর্থ খরচ করছি। এসবের মাঝে এমন অহেতুক কর্মকান্ড মোটেও গ্রহনযোগ্য নয় আমাদের কাছে।'
গেল রবিবার ভোর ৫ঃ১৫ মিনিটে মদ পান করে গাড়ি চালাচ্ছিলেন করুনারত্নে। সে সময় একটি তিন চাকার মটর বাহনের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে আহত হন মটর বাহনে থাকা সেই আরোহী। তিনি গুরুতর আঘাত না পেলেও এই ঘটনার পর গ্রেফতার করা হয় করুনারত্নকে।