৫-০ ব্যবধানে হার হতাশাজনকঃ মিকি আর্থার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্যই ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। পাকিস্তান দলের প্রধান কোচ মিকি আর্থার এটাকে হতাশাজনক বলে মন্তব্য করেছেন।
এই সিরিজে দলের বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছিল পাকিস্তান। মূলত তরুণ খেলোয়াড়দের পরীক্ষা করার জন্যই এটা করা হয়েছিল বলে জানালেন তিনি।
'অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি হতাশাজনক ছিল। কিন্তু আমরা ইতিবাচক জিনিসগুলো নিচ্ছি। আমরা তরুণ খেলোয়াড়দের পরীক্ষার জন্য সুযোগ দিয়েছিলাম।'

দল হিসেবে সিরিজ হারা কোনো ভাবেই কাম্য ছিলনা পাকিস্তানের। ৫-০ ব্যবধানের হার তাই অনেক কষ্টকর বলে মনে করেন আর্থার। তিনি দাবি করেছেন এটা পাকিস্তানের সেরা দল ছিল না।
'দল হিসেবে আমরা হারা অপছন্দ করি। এটা আমাদের শব্দভান্ডারে নেই। ৫-০ ব্যবধানে হার সত্যিই কষ্টকর। অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের সেরা দল ছিল না।'
কদিন পড়েই মাঠে গড়াচ্ছে বিশ্বকাপের আসর। বিশ্বকাপের স্কোয়াড গড়তে নির্বাচকদের সঙ্গে আলোচনায় বসবেন পাকিস্তান কোচ। এর আগে ১৪ই এপ্রিল হবে খেলোয়াড়দের ফিটনেস টেস্ট।
'খেলোয়ারদের ফিটনেস নিয়ে কোনো আপস নেই। আমরা ১৪ই এপ্রিল ফিটনেস পরীক্ষা করবো। নির্বাচক কমিটির সাথে আমরা বসবো এবং বিশ্বকাপের স্কোয়াড নিয়ে আলোচনা করবো।'