নিউজিল্যান্ডের পর আসছে না উইন্ডিজরা
ছবি: ছবি- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ সফর বাতিলের পর উইন্ডিজ 'এ' দলের বাংলাদেশ সফরও অনিশ্চয়তার সম্মুখীন হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সম্প্রতি নতুন প্রেসিডেন্ট নির্বাচন করেছে। বিতর্কিত বোর্ড প্রেসিডেন্ট ডেভ ক্যামেরনের পর নতুন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন রিকি স্কেরেট।
এছাড়া উইন্ডিজ ক্রিকেটের কিছু সীমাবদ্ধতা থাকায় 'এ' দলকে এখনই বাংলাদেশ সফরে পাঠাতে পারছে না ক্যারিবিয়ানরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সোমবার সাংবাদিকদের বলেছেন,

'কিছু অনিশ্চিয়তা আছে। যেহেতু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কিছু সীমাবদ্ধতা আছে। শুধু বাংলাদেশ না বেশ কয়েকটি ট্যুর নিয়েই তারা আলোচনা করছে। কিন্তু চূড়ান্ত হয়নি কোনো বিষয়।
'তাদের কিছু ভেতরের ব্যাপার আছে সেটা আমার বলাটা ঠিক না। সেটা অন্য ব্যাপার। একেক সময় একেকটা বোর্ডের খারাপ সময় আসতেই পারে। বিভিন্ন বোর্ডের ক্ষেত্রেই হয়। সেটা সামগ্রিকভাবে দেখা ঠিক না।'
গত বছর বাংলাদেশ 'এ' দল ঘরের মাঠে শ্রীলঙ্কার সাথে সিরিজ খেলেছিল। আয়ারল্যান্ডেও সফর করেছে বাংলাদেশ 'এ' দল। সামনে বাংলাদেশ 'এ' দলের ক্রিকেটারদের আরও ম্যাচ খেলার সুযোগ করতে চাইছে বিসিবি।
'আগামী ২-১ বছরের জন্য সিরিজ নির্ধারণ করা আছে। আগের সময়ের চেয়ে বেশ কিছু খেলা বাড়বে বা বাড়ছে,' মিরপুরে বিসিবি কার্যালয়ে বলেছেন নিজামউদ্দিন চৌধুরী।