নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর স্থগিত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই খবর নিশ্চিত করেছে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে খেলতে আগামী ১০ এপ্রিল বাংলাদেশ আসার কথা ছিল নিউজিল্যান্ড দলের।
এই সিরিজের ৫টি ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল দুই দলের। কিন্তু কিছুদিন আগেই নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলার কারণে এই সিরিজটি নির্ধারিত সময়ে মাঠে গড়াচ্ছে না বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন সুজন।

বিসিবির এই কর্মকর্তা মনে করেন নিউজিল্যান্ডের খেলোয়াড়রা এখনও সন্ত্রাসী হামলার মানসিক আঘাত থেকে পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। ফলে এই সিরিজ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
'দেখে মনে হচ্ছে সন্ত্রাসী হামলার মানসিক আঘাত থেকে এখনও সেরে উঠতে পারেনি।'
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে???িল পূর্ব নির্ধারিত সময়ে তারা বাংলাদেশ সফরে আসছে না। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিসিবিও তাদের সিদ্ধান্তে সায় দিয়েছে।
'নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ স্থগিত করা হয়েছে। কারণ তারা আমাদের জানিয়েছিল পূর্ব নির্ধারিত সময়ে তারা আসছে না।'
উল্লেখ্য, আগামী ১৬ এপ্রিল থেকে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়ানোর কথা ছিল সিরিজটি।