ঘরের মাঠে ব্যাঙ্গালুরুকে আতিথ্য দিবে হায়দ্রাবাদ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দ্রাবাদ এবং ভিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। হায়দ্রাবাদের মাঠে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় শুরু হবে ম্যাচটি।
নিজেদের প্রথম ম্যাচে কলকাতার বিপক্ষে হারের পর রাজস্থানের বিপক্ষে জিতেছে হায়দ্রাবাদ। তাই ব্যাঙ্গালুরুর বিপক্ষে জিতে এই জয়ের ধারা ধরে রাখতে চাইবে কেন উইলিয়ামসনের দল।
অন্যদিকে নিজেদের প্রথম দুই ম্যাচের দুটিতেই হেরেছে ভিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তাই প্রথম জয়ের লক্ষ্য নিয়েই হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামবে কোহলি বাহিনী।

যদিও তাঁদের জন্য এই ম্যাচে জয় পাওয়াটা সহজ হবে না। কারণ ব্যাটিং-বোলিং দুই বিভাগেই গোছানো দল হায়দ্রাবাদ। সেই সঙ্গে তাঁদের ঘরের মাঠে খেলা হওয়ায় বাড়তি সুবিধা পাবে দলটি।
টিম কম্বিনেশনের দিক দিয়েও এগিয়ে রয়েছে হায়দ্রাবাদ। চার বিদেশি ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, জনি বেয়ারস্টো এবং রশিদ খানের একাদশে থাকা নিশ্চিত। তাই এই ম্যাচেও বেঞ্চে বসে থাকতে হতে পারে সাকিব আল হাসানকে।
ব্যাঙ্গালুরুর দলে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। প্রথম জয়ের লক্ষ্যে থাকা দলটি এখনও নিজেদের পুরোপুরি ভাবে মেলে ধরতে পারে নি। তাই সঠিক একাদশের খোঁজে রয়েছেন অধিনায়ক ভিরাট কোহলি।
সব মিলিয়ে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেট বিশ্ব। কারণ দুই দলেই রয়েছেন বিশ্বমানের বেশ কয়েকজন ক্রিকেটার। এখন মাঠের লড়াইয়ে কার জয় হয় সেটাই দেখার অপেক্ষা করতে হবে।
সানরাইজার্স হায়দ্রাবাদ সম্ভাব্য একাদশঃ ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), বিজয় শংকর, দীপক হুডা, ইউসুফ পাঠান, রশিদ খান, শাহবাজ নাদিম, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কউল, সন্দীপ শর্মা।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু সম্ভাব্য একাদশঃ পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), মঈন আলী, ভরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, শিমরন হেটমায়ার, শিবাম দুবে, কলিন ডি গ্র্যান্ডহোম, উমেশ যাদব, যুবেন্দ্র চহল, নভদীপ সাইনি, মোহাম্মদ সিরাজ।