promotional_ad

হোয়াইটওয়াশের হাতছানি অস্ট্রেলিয়ার সামনে

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে রবিবার মাঠে নামছে অস্ট্রেলিয়া। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫ টায়। সিরিজের প্রথম চার ম্যাচে জিতে ইতিমধ্যে সিরিজ নিশ্চিত করে নিয়েছে অজিরা।


শেষ ম্যাচ জিতলে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করবে অস্ট্রেলিয়া দল। সেই লক্ষ্যেই মাঠে নামতে চলেছে তারা। দলের টপ ও মিডেল অর্ডার ব্যাটসম্যানরা দারুণ ফর্মে আছেন। সিরিজের শেষ ম্যাচে এটাই সবচেয়ে বড় অনুপ্রেরণা অস্ট্রেলিয়ার।


অন্যদিকে, দলের ব্যাটসম্যানরা দারুণ ব্যাটিং করলেও কিছুতেই জয় ধরা দিচ্ছে না পাকিস্তানের। সিরিজের শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ানোই বড় লক্ষ্য পাকিস্তান দলের। ২০০৮ সালের পর আবারও পাঁচ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জনের পথে অনেকটাই এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।



promotional_ad

২০০৮ সালে অস্ট্রেলিয়া সর্বশেষ ঘরের বাইরে কোনো সিরিজে ৫-০ ব্যবধানে জিতেছিল। প্রতিপক্ষ ছিল উইন্ডিজ। রবিবার জিততে পারলে অস্ট্রেলিয়ার ইতিহাসে তৃতীয় বারের মতো ৫ ম্যাচের সিরিজের ৫-০ ব্যবধানে জয়ের রেকর্ড গড়বে তারা।


২০০৮ সালের আগে তারা ২০০৫ সালে সর্বপ্রথম ৫-০ ব্যবধানে সিরিজ জিতেছিল। ঘরের বাইরে সেবার তাদের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষেই যে অস্ট্রেলিয়া মাঠে নামবে সেটা নিশ্চিত করেছেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তিনি বলেছেন,


‘আমাদের জন্য এ এক দারুণ সম্ভাবনা। এই অনুপ্রেরণাই তো দরকার, বিদেশের মাটিতে সিরিজের সবগুলো ম্যাচ জেতা। বিশেষ করে সর্বশেষ ১২ মাস যখন আমাদের ভালো যায়নি। ফলে ৫-০তে জিততে পারলে এই দলের জন্য তা হবে দারুণ কিছু।’


পাকিস্তান একাদশ (সম্ভাব্য): আবিদ আলী, শান মাসুদ, হারিস সোহেল, উমর আকমল, সাদ আলী, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইমাদ ওয়াসিম (অধিনায়ক), ইয়াসির শাহ, উসমান শিনওয়ারি, জুনায়েদ খান, মোহাম্মদ আমির/ মোহাম্মদ হাসানাইন।



অস্ট্রেলিয়া একাদশ (সম্ভাব্য): উসমান খাজা, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন মার্শ/অ্যাস্টন টার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, পিটার হ্যান্ডসকম্ব, মার্কাস স্টোইনিস, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), নাথান কোল্টার-নিল, কেন রিচার্ডসন, নাথান লায়ন, অ্যাডাম জাম্পা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball