promotional_ad

মোহামেডানের ভরাডুবি

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


একের পর এক হেরেই চলছে মোহামেডান। বিকেএসপিতে উত্তরা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে মোহামেডান। টানা চার ম্যাচ হেরে সুপার সিক্সের দৌড়ে পিছিয়ে পড়ছে ঐতিহ্যবাহী দলটি।


মোহামেডানের দেয়া ১৯৪ রানের সহজ পুঁজি তাড়া করতে নেমে ওপেনার তানজিদের অপরাজিত অভিষেক সেঞ্চুরিতে ১০ ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় উত্তরা স্পোর্টিং ক্লাব। ১২০ বল খেলে ১০টি চার ও ৩টি ছয়ে ১০১ রানে অপরাজিত ছিলেন তিনি।


তানজিদ ও আনিসুল ইসলামের ওপেনিং জুটিতেই জয় নিশ্চিত হয়ে যায় উত্তরার। প্রথম উইকেট জুটিতে ১৩.২ ওভারেই ৮৪ রান যোগ করে আউট হন আনিসুল ইসলাম। ২৮ বলে ৩৭ রান করে আনিসুল আউট হলেও ছোট ছোট জুটিতে উত্তরাকে জয়ের বন্দরে পৌঁছে দেন তানজিদ।


জনি তালুকাদার ১ রানে আউট হলেও অধিনায়ক মহিমিনুল ও শাকির যথাক্রমে ২২ ও ১৭ রান করেছেন। মোহামেডানের বোলাররা খুব একটা চাপ সৃষ্টি করতে পারেনি উত্তরার তরুণ ব্যাটিং লাইন আপে। পেসার শাহাদাত হোসেন ৭ ওভার বল করে ৩৫ রানে দুই উইকেট নিয়েছেন।


এর আগে ব্যাট হাতে ব্যর্থতার ধারাবাহিকতা বজায়ে রেখেছে মোহামেডানের ব্যাটসম্যানরা। টসে হেরে ব্যাট করতে নেমে  ৪৫.১ ওভারে ১৯৩ রানে অল আউট হয়েছে রকিবুলরা।



promotional_ad

নাদিফ চৌধুরীর ব্যাট থেকে এসেছে মোহামেডানের সর্বোচ্চ স্কোর, লোয়ার অর্ডারে ব্যাট করে ৩৯ রান করেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান এসেছে বোলার শফিউল ইসলাম।আশরাফুল করেছেন ২৮ রান। এছাড়া বাকি ব্যাটসম্যানরা ব্যর্থতার পরিচয় দিয়েছে। 


উত্তরার দুই পেসার আসাদুজ্জামান ও আব্দুর রাশিদ দারুণ বোলিং করেছেন। দুই পেসারের বোলিংয়ের সামনে জবাব খুঁজে পায় নি মোহামেডানের অভিজ্ঞ ব্যাটসম্যানরা। 


আসাদুজ্জামান ৯ ওভার বল করে ৩২ রান খরচায় তিন উইকেট শিকার নিয়েছে। খরুচে বোলিং করলেও উইকেট নিয়েছেন রাশিদ। ১০ ওভারে ৫৩ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন এই পেসার। এছাড়া অফ স্পিনার সাজ্জাদ হোসাইন ১০ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন।


সংক্ষিপ্ত স্কোর 


মোহামেডান - ১৯৩ অল আউট (৪৫.১ ওভার)


নাদিফ ৩৯, শফিউল ২৯



আসাদুজ্জামান ৩/৩২, রাশিদ ৩/৫৩, সাজ্জাদ ২/২৭


উত্তরা - ১৯৪/৩, ওভার- ৪০


তানজিদ ১০১*, ইমন ৩৭; শাহাদাত ২/৩৫, সোহাগ গাজী ১/৪৮



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball