promotional_ad

মিজানুর-রাব্বির শতকে মিরপুরে প্রথম তিনশ

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মিজানুর রহমান এবং ফজলে মাহমুদ রাব্বির দুর্দান্ত শতকে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৩৩০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ডিপিএলের এবারের আসরে মিরপুরে এটা কোন দলের পক্ষে প্রথমবারের মতো তিনশ ছাড়ানো সংগ্রহ।


টসে হেরে আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে অসাধারণ ব্যাটিং শৈলী দেখিয়েছেন ব্রাদার্সের ব্যাটসম্যানরা। ওপেনার মিজানুর তুলে নিয়েছেন ১০৮ বলে তাঁর লিস্ট 'এ' ক্যারিয়ারের চতুর্থ শতক। ৮ চার এবং ৫ ছয়ে সাজানো ছিল তাঁর ইনিংস।


এরপর ব্যাট হাতে চোখ জুড়ানো ইনিংস খেলেছেন তিনে নামা ব্যাটসম্যান ফজলে রাব্বি। ১২৩ বলে লিস্ট 'এ' ক্রিকেটের পঞ্চম শতকটি তুলে নিয়েছেন তিনি। শেষ পর্যন্ত ১৪৭ বলে ১৪৯ রান নিয়ে অপরাজিত ছিলেন এই ব্যাটসম্যান।



promotional_ad

১৩টি চার এবং ৫টি ছয়ে সাজানো ছিল রাব্বির ইনিংসটি। শেষের দিকে দ্রুত রান বাড়ানোর কাজ দারুণভাবে পালন করেছেন ইয়াসির রাব্বি। চার নম্বরে নামা এই ব্যাটসম্যান ৩৩ বলে তুলে নিয়েছেন তাঁর লিস্ট 'এ' ক্যারিয়ারের একাদশ অর্ধশতক।


ফজলে মাহমুদ রাব্বির সাথে অপরাজিত ছিলেন ইয়াসির রাব্বিও। প্রতিপক্ষের বোলারদের বিপক্ষে আগ্রাসী ব্যাটিং করে ১৬৪ স্ট্রাইক রেটে ৩৭ বলে ৬১ রানের ইনিংস খেলেছেন ইয়াসির। ৬ চার এবং ৩ ছয়ে নিজের ইনিংসটি সাজিয়েছেন ইয়াসির।


তবে ইনিংসের শুরুতেই জুনায়েদ সিদ্দিকির উইকেট হারিয়েছিল ব্রাদার্স। দলীয় ১০ রানে ৭ রান করা জুনায়েদকে রান আউট করে ফিরিয়েছেন মনির হোসেন। এরপর মিজানুর এবং ফজলে গড়েন ১৯৬ রানের ইনিংস। মিজানুরকে সাজঘরে ফেরান নাঈম হাসান। তাঁর বিদায়ের ইয়াসিরের সাথে ১২৭ রানের জুটি গড়েন রাব্বি।


নাঈম ছাড়া আর কেউ কোন উইকেট পায়নি প্রাইম ব্যাংকের হয়ে।



সংক্ষিপ্ত স্কোরঃ


ব্রাদার্স ইউনিয়নঃ ৩৩০/২, ওভার- ৫০


ফজলে ১৪৯*, মিজানুর ১০০; নাঈম ১/৬২



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball