আইপিএলে খেলছেন না উইলি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পারিবারিক কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে আর খেলছেন না ইংলিশ অলরাউন্ডার ডেভিড উইলি। তিনি নিজেই এই খবর নিশ্চিত করেছেন।
আইপিএলের এবারের আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার কথা ছিল তাঁর। আসর শুরুর আগে তাকে রিটেইন করেছিল দলটি। উইলির দ্বিতীয় সন্তানের জন্ম বিলম্ব হচ্ছে। এই সময়ে তিনি তাঁর স্ত্রীর পাশে থাকতে চান বলে জানিয়েছেন।

'দুর্ভাগ্যবশত, পারিবারিক কারণগুলির কারণে আমার আইপিএল খেলা হচ্ছে না। ইয়র্কশায়ারের মতোই চেন্নাই বুঝতে পেরেছে এবং তারা খুব সহায়ক ছিল।'
এই সিদ্ধান্তটি মোটেই সহজ ছিল না বলে মনে করেন উইলি। তবে পরিবারের জন্য এটাই সঠিক সিদ্ধান্ত বলেই বিশ্বাস তাঁর। ফলে আইপিএল ছেড়ে তিনি ইংল্যান্ডেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
'এটি কখনোই সহজ সিদ্ধান্ত নয়। তবুও পরিবারের জন্য এটি সঠিক সিদ্ধান্ত। আমাদের দ্বিতীয় সন্তান হওয়ার কারণে এবং আমার স্ত্রীর কিছুটা কঠিন সময় যাচ্ছে তাই আমাকে ইংল্যান্ডে থাকতে হবে।'
উইলি কাউন্টি দল ইয়র্কশায়ারের হয়ে খেলে থাকেন। এবারের কাউন্টি মৌসুম শুরু হচ্ছে আগামী ৫ এপ্রিল। ফলে দলের সঙ্গে অনুশীলনও করতে হবে তাকে। সব মিলিয়ে আইপিএলে না খেলারই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এই অলরাউন্ডার রয়্যাল লন্ডন কাপের ওয়ানডে টুর্নামেন্টের কিছু ম্যাচে খেলার জন্য আশাবাদী। কারণ, আসন্ন বিশ্বকাপের ইংল্যান্ড দলে তিনি জায়গা করে নিতে চান।