বিকেএসপিতে মাশরাফির আগুন ঝরা বোলিং

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
গাজী গ্রুপঃ ২১৯/৬, ৪৩ ওভারে
তারেক ২৪*, সাজ্জাদুল ৯*; মাশরাফি ২/২০, সানজামুল ১/১৭

ইমরুলকে ফেরালেন মাশরাফিঃ গাজী গ্রুপের অধিনায়ক ইমরুল কায়েসের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে আবাহনীকে খেলায় ফিরিয়ে এনেছেন আবাহনীর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ৫ ছয়, ১৫ চারে ১১৮ বলে ১২৬ রানের ইনিংস খেলা এই ব্যাটসম্যানকে ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন মাশরাফি।
ইমরুলকে ফিরিয়ে ক্ষান্ত হন নি মাশরাফি তুলে নিয়েছেন নিজের চতুর্থ উইকেট। নতুন ব্যাটসম্যান মেহেদি হাসানকে মাত্র ১০ রানেই সাজঘরে পাঠিয়েছেন তিনি। বর্তমানে ব্যাটিং করছেন তৌহিদ তারেক। তিনি ব্যাটিং করছেন ২৪ রানে।
তাঁর সাথে উইকেটে আছেন সাজ্জাদুল। গাজীর জয়ের জন্য প্রয়োজন ৪২ বলে ৬৮ রান।
শতক স্ট্রাইক রেটে ইমরুলের শতকঃ বিকেএসপিতে ব্যাট হাতে আলো ছড়িয়ে শতক তুলে নিয়েছেন ইমরুল কায়েস। আবাহনীর বিপক্ষে ১০০ বলে ১০০ রানের ইনিংস খেলেছেন গাজী গ্রুপের অধিনায়ক।
মাশরাফি, সাইফউদ্দিনদের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করে দলকে শক্ত ভিত গড়ে দিয়েছেন এই বাঁহাতি। যদিও ইতিমধ্যে চার উইকেট হারিয়েছে গাজী। কিন্তু উইকেটে জমে যাওয়া ইমরুলের ব্যাটিং জয়ের স্বপ্ন দেখাচ্ছে গাজীকে।
মাশরাফির দুই উইকেটঃ ২৮৭ রানের লক্ষ্যে খেলতে নেমে আবাহনীর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার দুর্দান্ত বোলিংয়ে ইনিংসের দ্বিতীয় বলেই রনি তালুকদারের উইকেট হারায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। এরপর ইনিংস মেরামত করার দায়িত্ব গাজীর অধিনায়ক ইমরুল কায়েস। তিনে নামা এই ব্যাটসম্যান মাইশুকুর রহমানকে নিয়ে ৫৩ রানের জুটি গড়েন।
তাঁদের জুটিতে আবারও ফাটল ধরান মাশরাফি। তুলে নেন ২১ বলে ১৫ করা মাইশুকুরের উইকেট। কিন্তু এক প্রান্ত আগলে রেখে লিস্ট 'এ' ক্রিকেটের ৩৬তম অর্ধশতক তুলে নিয়েছেন ইমরুল। তাঁর সাথে দারুণ সঙ্গ দিয়ে যাচ্ছেন শামসুর রহমান। তিনি ব্যাটিং করছেন ১৭ রানে।