তাইজুল-খালেদের আগুনে বোলিংয়ে মামুলি লক্ষ্য পেল শেখ জামাল

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
তাইজুল ইসলাম এবং খালেদ আহমেদের আগুনে বোলিংয়ে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে নাগালেই বেঁধে রাখতে সক্ষম হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। নির্ধারিত ৫০ ওভার ব্যাটিং করে নয় উইকেটের বিনিময়ে ১৮৩ রান সংগ্রহ করেছে খেলাঘর। তাইজুল এবং খালেদ একাই খেলাঘরকে গুঁড়িয়ে দিয়ে তিনটি করে উইকেট তুলে নিয়েছেন।
টসে হেরে আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে নাসির হোসেনের বলে দলীয় ২৪ রানেই ওপেনার রবিউল ইসলামকে হারিয়েছে খেলাঘর। স্পিনার নাসিরের বলে লেগ বিফোরের ফাঁদে পা দিয়ে ৯ রানে ফিরেছেন রবিউল।
এরপর নিজের ঘূর্ণি জাদু শুরু করেছেন তাইজুল। তিনে নামা ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অংকনকে লেগ বিফোর করে ফিরিয়েছেন মাত্র ১০ রানেই। খেলা ঘরের হয়ে দারুণ খেলতে থাকা ওপেনার অমিত মজুমদারকে ৪০ রানে জিয়াউর রহমানের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠিয়েছেন তাইজুল।

চারে নামা ব্যাটসম্যান অশোক মানারিয়াকেও বেশিক্ষণ উইকেটে টিকতে দেননি তাইজুল। ৩ রান তুলতেই তাঁকে ফেরত পাঠান লেগ বিফোর করে। তাইজুলের সাথে উইকেট নেয়ার ছন্দে যোগ দিয়ে পাঁচ নম্বরে নামা ব্যাটসম্যান নাজিমুদ্দিনকে ছয় রানে ফেরত পাঠান এনামুল।
৭৩ রানে প্রথম সারির পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে খাঁদের কিনারে থাকা খেলাঘরকে কিছুটা স্বস্তি দেন রাফসান আল মাহমুদ এবং মইনুল ইসলাম। দুইজনে মিলে গড়েন ৬৬ রানের জুটি।
তাঁদের দুইজনের জুটি দীর্ঘ হতে দেন নি পেসার খালেদ আহমেদ। ৫৫ বলে ২৬ রান করা রাফসানকে ক্যাচ বানিয়ে ফেরান তিনি। রাফসানের বিদায়ের পর জুটি গড়ার চেষ্টায় ব্যর্থ হন মইনুল এবং মাসুম খান।
লিস্ট 'এ' ক্রিকেটে তৃতীয় অর্ধশতক তুলে নেয়া মইনুলকে ফিরিয়ে ২৪ রানের জুটি ভাঙ্গেন খালেদ। এরপর মাসুম খানকেও রান আউট করে ফেরান খালেদ, তিনি খেলেছিলেন ১৮ রানের ইনিংস। রবিউল হককে বোল্ড করে ৮ রানে ফেরান খালেদ। শেষ হয়ে যায় নির্ধারিত ৫০ ওভার, ১৮৩ রানেই থামতে হয় খেলাঘর দলটিকে।
সংক্ষিপ্ত স্কোরঃ
খেলাঘরঃ ১৮৩/৯, ওভার- ৫০
মইনুল ৫৫, অমিত ৪০; তাইজুল ৩/৩৯, খালেদ ৩/৪৩