রাজস্থানের বিপক্ষে ফিরছেন কেন উইলিয়ামসন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইনজুরির কারণে সানরাইজার্স হায়দ্রাবাদের পক্ষে প্রথম ম্যাচে খেলতে পারেন নি দলপতি কেন উইলিয়ামসন। তবে দলের কোচ টম মুডি নিশ্চিত করেছেন, ইনজুরি কাটিয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ফিরছেন তিনি।
উইলিয়ামসন ফিরে আসলে একাদশের বাইরে বসতে হতে পারে উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টোকে। সেক্ষেত্রে এই ম্যাচে আরও একটি পরিবর্তন আসবে হায়দ্রাবাদ দলে।

উইকেটের পেছনে দায়িত্ব পালন করতে একাদশে ফিরবেন হৃদিমান সাহা। সাহা ফিরে আসলে কপাল পুড়তে পারে প্রথম ম্যাচে ভালো করতে না পারা ব্যাটসম্যান ইউসুফ পাঠানের। মুডি জানান,
'উইলিয়ামসন ম্যাচ খেলার জন্য ফিট আছেন দ্বিতীয় ম্যাচেই একাদশে ফিরছেন আমাদের দলপতি। তাঁকে শুভকামনা জানাচ্ছি আরও একটি আইপিএল মৌসুমের জন্য।
'আর প্রথম ম্যাচে হারের পর আমরা ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে আছি। দুটি প্র্যাক্টিস ম্যাচ খেলার পাশাপাশি অনুশীলনে নিজেদের ঝালাই করে নিয়েছে খেলোয়াড়রা। আশা করছি দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াব আমরা।'
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন সময় ইনজুরিতে পড়েছিলেন উইলিয়ামসন। যেকারণে প্রায় ১৫দিন মাঠের বাইরে থাকতে হয়েছে এই ডানহাতি ব্যাটসম্যানকে।