কমপ্লিট 'প্যাকেজ' ম্যাক্সওয়েলঃ ফিঞ্চ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ব্যাট হাতে ঝড় তোলা অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্ল্যান ম্যাক্সওয়েলকে একটি পরিপূর্ণ 'প্যাকেজ' হিসেবে আখ্যা দিয়েছেন দলটির অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ম্যাচটিতে মাত্র ৫৫ বলে ৮টি চার এবং ১টি ছক্কার সাহায্যে ৭১ রানের ক্যামিও ইনিংস খেলেছিলেন ম্যাক্সওয়েল।
তাঁর এই ব্যাটিংয়ের কল্যাণেই নির্ধারিত ৫০ ওভারে ২৬৬ রানের পুঁজি পেয়েছিলো অস্ট্রেলিয়া। পরবর্তীতে বল হাতে ইমাম উল হকের গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেন তিনি। ৮০ রানের জয় পাওয়ার পর ম্যাচ শেষে তাই ম্যাক্সওয়েলকে প্রশংসায় ভাসাতে ভুল করেননি অধিনায়ক ফিঞ্চ। তিনি বলেছেন,

'ম্যাক্সি এমন একজন খেলোয়াড় যার খেলা মানুষ সবসময় প্রত্যাশা করে কারণ তাঁর প্রতিভা অসাধারণ। তবে আমার মতে মানুষ সবসময় সেটি দেখে না, যখন তাঁরা হতাশ থাকে ম্যাক্সওয়েলের ওপর। সে যদি এক সিরিজে গড়ে ২০ রান করে, ফিল্ডিংয়েও ২০ রান কমিয়ে দেয়। সে দারুণ বোলিং করে, উইকেট শিকার করে। সবমিলিয়ে একটি অসাধারণ প্যাকেজ ম্যাক্সওয়েল।'
বর্তমানে অস্ট্রেলিয়া দলে ছয় নম্বরে ব্যাটিং করে থাকেন ম্যাক্সওয়েল। শেষের দিকে একজন হার্ডহিটার ব্যাটসম্যানের অভাব পূরণ করতে এই সিদ্ধান্ত নিয়েছে অজি টিম ম্যানেজমেন্ট, জানিয়েছেন ফিঞ্চ। তাঁর ভাষ্যমতে,
'এই মুহূর্তে ম্যাক্সওয়েলের ছয় নম্বরে খেলার কারণ হলো এতে আমরা কিছুটা ফায়ার পাওয়ার পেয়ে থাকি শেষের দিকে। এটি নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম এবং সে এই ভূমিকা যথাযথভাবে পালন করছে।'
উল্লেখ্য পাকিস্তানের বিপক্ষে আবু ধাবিতে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে শুরুতে ব্যাটিং করতে নেমে ১৮৮ রানে ৫ উইকেট হারিয়ে বসেছিলো সফরকারী অস্ট্রেলিয়া। এরপর ব্যাটিং করতে নেমে পাকিস্তানি বোলারদের ওপর চড়াও হন ম্যাক্সওয়েল। দারুণ ব্যাটিং করে দলকে ২৬৬ রানের লড়াকু পুঁজি এনে দেন তিনি।