সাকিবের তিন উইকেটের অপেক্ষা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে ২৫০ উইকেটের মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন সাকিব আল হাসান। বর্তমানে ১৯৫টি ওয়ানডেতে ২৪৭টি উইকেটের মালিক এই টাইগার অলরাউন্ডার। যেখানে তাঁর ইকোনমি রেট ৪.৪৪।
আয়ারল্যান্ডের মাটিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় ওয়ানডে সিরিজেই নতুন মাইলফলকটিতে পা রাখতে পারেন সাকিব। এর আগে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বপ্রথম ২৫০ উইকেট শিকার করেছিলেন টাইগারদের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা।
বর্তমানে ২০৩টি ম্যাচে ২৫৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি নড়াইল এক্সপ্রেস। ৪.৭৮ ইকোনমি রেটে বোলিং করেছেন তিনি। মাশরাফি এবং সাকিবের পর তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন যথাক্রমে আব্দুর রাজ্জাক এবং রুবেল হোসেন।

২০১৪ সাল পর্যন্ত ওয়ানডে দলে খেলা স্পিনার রাজ্জাক ১৫৩ ম্যাচে ২০৭ উইকেট নিয়েছেন। তাঁর বোলিংয়ের ইকনোমি রেট ৪.৫৬। অপরদিকে পেস তারকা রুবেলের শিকার ৯৬ ম্যাচে ১২২ উইকেট।
৫.৬২ ইকোনমিতে বোলিং করেছেন তিনি এখন পর্যন্ত। এদিকে সেরা উইকেট শিকারি তালিকার পঞ্চম স্থানটি দখলে রেখেছেন সাবেক স্পিন তারকা মোহাম্মদ রফিক।
২০০৭ সাল পর্যন্ত ওয়ানডে খেলা এই অভিজ্ঞ স্পিনার ১২৩ ম্যাচে ৪.৩৯ ইকোনমি রেটে ১১৯ উইকেট নিয়েছিলেন।