পাকিস্তানকে উড়িয়ে সিরিজ জয়ী অস্ট্রেলিয়া

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয়টিতে ৮০ রানের জয় পেয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। আর আবু ধাবিতে অনুষ্ঠিত এই ম্যাচে জয়ের মধ্য দিয়ে ৩-০ তে সিরিজ নিজেদের করে নিয়েছে অ্যারন ফিঞ্চের দল।
এদিন অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেয়া ২৬৭ রানের জবাবে খেলতে নেমে ৪৪.৪ ওভারে মাত্র ১৮৬ রানে গুঁটিয়ে যায় শোয়েব মালিকের পাকিস্তান। পাকিস্তান শিবিরে ধস নামানোর মূল কারিগর ছিলেন স্পিনার অ্যাডাম জাম্পা এবং পেসার প্যাট কামিন্স। মাত্র ৪৩ রান খরচায় একাই ৪ উইকেট শিকার করেছেন লেগ স্পিনার জাম্পা। অপরদিকে ৮ ওভার বোলিং করে ২৪ রানে ৩ উইকেট নেন কামিন্স।
এছাড়াও জ্যাসন বেহরেনডরফ, নাথান লায়ন এবং গ্ল্যান ম্যাক্সওয়েল প্রত্যেকে ১টি করে উইকেট নিয়েছেন। অজি বোলারদের দারুণ বোলিংয়ের সামনে ওপেনার ইমাম-উল হক এবং অলরাউন্ডার ইমাদ ওয়াসিম ছাড়া আর কেউই তেমন সুবিধা করতে পারেননি। ইমাম ৪৬ এবং ইমাদ ৪৩ রান করেছেন। আর অধিনায়ক শোয়েব মালিকের ব্যাট থেকে এসেছে ৩২ রানের ইনিংস।
এর আগে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক ফিঞ্চ। এরপর ব্যাটিং করতে নেমে ১০৪ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে বসেছিলো তাঁরা।

তবে দারুণ ধারাবাহিক ব্যাটিং করে দলকে এগিয়ে নিয়ে গিয়েছেন অধিনায়ক ফিঞ্চ। আগের দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকানো এই ওপেনার আজও এগিয়ে যাচ্ছিলেন হ্যাট্রিক সেঞ্চুরির পথে। কিন্তু তাঁকে ৯০ রানে থামিয়েছেন পাকিস্তানি পেসার ইয়াসির শাহ।
তবে ১৮৮ রানে ফিঞ্চ বিদায় নিলে ৫৫ বলে ৮টি চার এবং ১টি ছক্কার সাহায্যে ৭১ রানের ক্যামিও ইনিংস উপহার দেন অজি অলরাউন্ডার গ্ল্যান ম্যাক্সওয়েল। তাঁর এই ঝড়ো ব্যাটিংয়ে সুবাদেই শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৬৬ রানের পুঁজি পায় অস্ট্রেলিয়া।
ম্যাক্সওয়েল ও ফিঞ্চ ছাড়াও ৪৭ রান এসেছে পিটার হ্যান্ডসকম্বের ব্যাট থেকে। আর ২৫ রানে অপরাজিত থাকেন উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি। পাকিস্তানের পক্ষে ১টি করে উইকেট পেয়েছেন উসমান খান শিনওয়ারি, জুনায়েদ খান, ইয়াসির শাহ, ইমাদ ওয়াসিম এবং হ্যারিস সোহেল।
উল্লেখ্য এর আগে প্রথম দুই ম্যাচেই ৮ উইকেটে জয়ী হয়েছিলো সফরকারী অস্ট্রেলিয়া। সিরিজের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৯শে মার্চে। আর ৩১ শে মার্চ পঞ্চম ওয়ানডে দিয়ে শেষ হবে সিরিজটি।
সংক্ষিপ্ত স্কোরঃ
অস্ট্রেলিয়াঃ ২৬৬/৬ (৫০ ওভার) (ফিঞ্চ-৯০, ম্যাক্সওয়েল-৭১; হ্যারিস-১/৩৫, শিনওয়ারি-১/৩৭)
পাকিস্তানঃ ১৮৬/১০ (৪৪.৪ ওভার) (ইমাম-৪৬, ইমাদ-৪৩; জাম্পা-৪/৪৩, কামিন্স- ৩/২৪)