মানকড় আউটে বাটলার একা নন

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলা ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যানকে মানকড় আউট করে বর্তমান তুমুল সমালোচনার মুখে পড়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক রবিচন্দ্র অশ্বিন। মূলত তাঁর কল্যাণেই প্রথমবারের মতো মানকড় আউটের উৎপত্তি ঘটেছে আইপিএলে।
তবে বিতর্কিত এই আউটটির নজির অনেক আগে থেকেই দেখেছে আন্তর্জাতিক ক্রিকেট। সর্বপ্রথম ১৯৪৭ সালে সিডনি টেস্টে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান বিল ব্রাউনকে এভাবে আউট করেন ভারতের ভিনু মানকড়। এরপর থেকেই এই আউটটির নামকরণ করা হয় মানকড় আউট।
সেখানেই শেষ নয়, ১৯৪৭ সালের পর থেকে মোট তিনবার মানকড় আউট দেখেছে টেস্ট ক্রিকেট। ১৯৬৯ সালে ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট ম্যাচে চার্লি গ্রিফিথ মানকড় আউটের মাধ্যমে সাজঘরে ফেরান ইয়ান রেডপ্যাথকে।

এরপরের নজির ১৯৭৭ সালে। সেবার ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যকার টেস্টে কিউই বোলার এউইন চ্যাটফিল্ড মানকড় আউট করেন ইংল্যান্ডের ডেরেক র্যান্ডালকে। ১৯৭৮ সালে পার্থ টেস্টে সিকন্দর বখতকে একই কায়দায় আউট করেন অস্ট্রেলিয়ার অ্যালান হার্স্ট।
তবে ???ুধু টেস্টেই নয়, ওয়ানডে এবং টি টুয়েন্টিতেও রয়েছে মানকড় আউটের নজির। ১৯৭৫ সালে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যকার একদিনের ম্যাচে মেলবোর্নে ব্রায়ান লকহার্স্টকে মানকড় আউট করেছিলেন গ্রেগ চ্যাপেল। সেটি ছিলো একদিনের ক্রিকেটে সর্বপ্রথম মানকড় আউট।
এরপর ১৯৯২ সালে হারারেতে জিম্বাবুয়ে এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে গ্র্যান্ট ফ্লাওয়ারকে এভাবে আউট করেছিলেন কিউই বোলার দীপক প্যাটেল। একই বছরের ৯ই ডিসেম্বর তারিখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নেমে পিটার কার্স্টেনকে মানকড় আউট করেন কিংবদন্তী ভারতীয় কপিল দেব।
কপিলের পরের নজিরটি আইপিএলে অশ্বিনের হাতে মানকড় আউটের শিকার হওয়া বাটলারের। ২০১৪ সালে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে ম্যাচে সচিত্র সেনানায়কে মানকড় আউটের ফাঁদে ফেলেছিলেন বাটলারকে।
২০১৬ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপও দেখেছিলো মানকড় আউট। সেবার জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমে উইন্ডিজ পেসার কিমো পল মানকড় আউট করেছিলেন রিচার্ড এনগারাভাকে। পরবর্তীতে ম্যাচটি জিতে ফাইনালে উঠেছিলো ক্যারিবিয়ানরা। একই বছর হংকং এবং ওমানের মধ্যকার টি টুয়েন্টি সিরিজের ম্যাচে বাঁ হাতি স্পিনার আমির কালিম মানকড় আউট করেছিলেন মার্ক চ্যাপম্যানকে।