promotional_ad

ইতিহাস গড়ার পর অ্যামব্রোসকেও ছাড়ালেন রাজ্জাক

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বল হাতে ইতিহাস গড়লেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। মিরপুর শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে উত্তরা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে লিস্ট এ ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন রাজ্জাক। রেকর্ড গড়ার পর ক্যারিবিয়ান কিংবদন্তী কার্টলি অ্যামব্রোসকেও ছাড়িয়ে গেছেন তিনি।


অ্যামব্রোসের ৪০১ উইকেটের রেকর্ড ছাড়িয়ে রাজ্জাকের উইকেট এখন ৪০৩।  দুর্দান্ত বোলিংয়ে নিজ দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকেও ৫৭ রানের ব্যবধানে জিতিয়েছেন তিনি। ৮ ওভারে মাত্র ১৫ রান দিয়ে তিনি ৪ উইকেট শিকার করেছেন।



promotional_ad

বুধবার উত্তরার ব্যাটসম্যান আনিসুল ইসলাম ইমনকে বোল্ড করে রেকর্ড গড়েন তিনি। প্রথম বাংলাদেশী হিসেবে এই রেকর্ডে নাম লিখিয়েছেন রাজ্জাক। ডিপিএলের এবারের আসর শুরুর আগে ৮ উইকেট দূরে ছিলেন তিনি।


৬ ম্যাচ খেলেই ৮ উইকেটের বেশি নিজের ঝুলিতে নিয়েছেন তিনি।  এর আগে রাজ্জাক বাংলাদেশের প্রথম ও একমাত্র বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট শিকার করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।


৩৬ বছর বয়সী রাজ্জাক এবার উঠলেন নতুন উচ্চতায়। লিস্ট এ-তে ২৬৯ ম্যাচে ৪০৩ উইকেটের সাথে, প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর শিকার ৫৮১ উইকেট। আর টি-টুয়েন্টিতে ৯৯টি। তিন সংস্করণ মিলিয়ে ১ হাজার উইকেটের রেকর্ড অনেক আগেই নিজের করে নিয়েছেন তিনি। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball