promotional_ad

'সবারই লক্ষ্য তিন অঙ্ক'

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফেঞ্জি করেসপন্ডেন্ট || 


নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজে টানা দুই ম্যাচে অর্ধশতক হাঁকিয়েছিলেন মোহাম্মদ মিঠুন। তবে তিন অঙ্ক ছুঁতে পারেননি। ফলে আক্ষেপ রয়ে গেছে তাঁর।


সম্প্রতি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে এই ব্যাটসম্যান জানিয়েছেন, কেউই দুই অঙ্কে থাকতে চায় না। সবাই চায় তিন অঙ্ক। সামনে সেই আক্ষেপ পূরণের চেষ্টা করবেন বলে জানালেন তিনি।



promotional_ad

'কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কে থাকতে চায় না, সবাই চায় তিন অঙ্ক। একটা ইনিংস ৫০-এ শেষ হয়ে গেলে যথেষ্ট নয়। তিন ডিজিটে নিয়ে যেতে পারলে দলের লাভ, আমারও লাভ। কিন্তু সব সময় হয় না। কিন্তু সামনে চেষ্টা করবো।'


নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৬২ রানের ইনিংস খেলে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছিলেন মিঠুন। এরপর দ্বিতীয় ম্যাচে ৫৭ রানের ইনিংস খেলে দলকে সম্মানজনক অবস্থানে নিয়ে গিয়েছিলেন।


মিঠুন মনে করেন দুটি ইনিংসই বড় করার সুযোগ ছিল। তবে সেটা পারেননি তিনি। ফলে তাঁর মনে হচ্ছে তিনি পুরো দায়িত্ব পালন করতে পারেননি। প্রতিটি ম্যাচেই এমন চেষ্টা থাকে বলে জানালেন মিঠুন।



'ওইখানে ভালো খেলা আমার দায়িত্ব ছিলো। পুরোপুরি পালন করতে পারি নাই। দুইটা ইনিংসই আরো বড় করা যেতো। ওই ইনিংস আমার মধ্যে কোনো পরিবর্তন এনেছে কি না জানি না। প্রতিটি ম্যাচেই আসলে আমি চেষ্টা করি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball