রাজ্জাকের বিধ্বংসী বোলিংয়ে ধ্বংসস্তূপে উত্তরা

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
উত্তরাঃ ১৪৬/৭, ৩৩ ওভারে
হুমায়ুন ১৮*, রশিদ ৩*; রাজ্জাক ৪/১৫, নাঈম ১/২৫

ধ্বংস প্রায় উত্তরার ব্যাটিং লাইন আপঃ ৩৮ ওভারে ২৩১ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের বিধ্বংসী বোলিংয়ে ইতিমধ্যে ৭ উইকেট হারিয়ে ধ্বংস প্রায় উত্তরার ব্যাটিং লাইন আপ। ৮ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৫ রানে ৪ উইকেট তুলে নিয়েছেন রাজ্জাক। লিস্ট 'এ' ক্রিকেটে ৪০০ উইকেটের মালিক বনে গেলেন তিনি।
তবে শুরুটা ভালো করেছিল উত্তরার দুই ওপেনার তানজিদ হাসান এবং আনিসুল ইসলাম ইমন। দুইজনে উদ্বোধনী জুটিতে ৬৪ রান যোগ করেছিলেন। উত্তরার উদ্বোধনী জুটি ভাঙ্গেন স্পিনার নাঈম ইসলাম। ৩২ বলে ৩৫ রান করা তানজিদকে ফেরান তিনি।
এরপর শুরু হয় রাজ্জাকের আগুনে বোলিং। আরেক ওপেনার ইমনকে সরাসরি বোল্ড করে ৩৩ রানে ফেরান রাজ্জাক। নতুন ব্যাটসম্যান হিসেবে নামা আবরার আলমকে উইকেটরক্ষক এনামুল হক বিজয়ের হাতে ক্যাচ বানিয়ে ১০ রানে ফেরান রাজ্জাক।
পরপর দুই ওভারে ১১ রান করা মিনহাজুল আবেদিন এবং ২ রান করা শাখির হোসেনের উইকেট তুলে নেন এই অভিজ্ঞ স্পিনার। এক প্রান্ত আগলে রাখা তিনে নামা ব্যাটসম্যান মোহাইমিনুল খান রাজ্জাকের হাতেই রান আউটের ফাঁদে পড়েন।
শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন সাজ্জাদ হোসেন। ১ রান করে রানআউট হয়ে ফিরেছেন তিনি। বর্তমানে উইকেটে আছেন শেখ হুমায়ুন এবং আব্দুর রশিদ।