ডিপিএল দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নয়ঃ মিঠুন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফেঞ্জি করেসপন্ডেন্ট ||
ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলে বিশ্বকাপের প্রস্তুতি হবে না বলে মনে করেন বাংলাদেশ দলের ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। কারণ ইংল্যান্ডের কন্ডিশন এখানকার চেয়ে বেশ আলাদা।
ফলে, কন্ডিশন মাথায় রেখে বাড়তি প্রস্তুতি জরুরী বলে মনে করেন তিনি। আপাতত প্রিমিয়ার লিগেই নজর তাঁর। বুধবার সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে একথা জানিয়েছেন মিঠুন।

'আপাতত ঢাকা লিগেই মনোযোগ। আলাদভাবে প্রস্তুতি এখনো শুরু করি নাই। তবে করবো। প্রিমিয়ার লিগ খেলে আমি যদি চিন্তা করি যে ইংল্যান্ডের প্রস্তুতি হয়ে যাচ্ছে, সেটা ভুল। কারণ ওখানকার কন্ডিশন পুরো আলাদা। প্রিমিয়ার লিগ খেলার পাশাপাশি ওই কন্ডিশন মাথায় রেখে প্রস্তুতিটা জরুরি।'
কদিন পরেই ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ড পাড়ি জমাবে বাংলাদেশ দল। স্বাগতিক আয়ারল্যান্ডের সাথে আসন্ন এই সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী উইন্ডিজ ক্রিকেট দল।
আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের কন্ডিশন প্রায় একই। তাই আসন্ন এই সিরিজের ম্যাচগুলো বিশ্বকাপের প্রস্তুতিতে অনেক কাজে দিবে বলে মনে করেন মিঠুন। সিরিজ শুরুর আগে আয়ারল্যান্ড-উইন্ডিজ দুই দলকেই সমীহ করছেন তিনি।
'ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের কন্ডিশন, আমরা যতোটুকু জানি, প্রায় একই। আয়ারল্যান্ডের ম্যাচগুলো খুব ভালো কাজে দিবে। আমাদের প্রস্তুতির জন্য। ওখানে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে। ওরা ভালো দল। নিজেদের কন্ডিশনে আয়ারল্যান্ডও কঠিন দল। সব মিলিয়ে সেখানে ভালো প্রস্তুতি হবে।'