promotional_ad

ধোনীর ক্যামিওতে দিল্লিকে হারাল চেন্নাই

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


দিল্লি ক্যাপিটেলসের বিপক্ষে হেসেখেলে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। দিল্লির দেয়া ১৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে মহেন্দ্র সিং ধোনীর ক্যামিও ইনিংসে ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় চেন্নাই।


ছোটো লক্ষ্যে খেলতে নেমে ওপেনিংয়ে ২১ রান যোগ করেন দুই ওপেনার শেন ওয়াটসন ও আম্বাতি রাইডু। রাইডু ৫ রান করে ইশান্ত শর্মার শিকার হয়ে ফিরলে এই জুটি ভাঙে। ওয়াটসনের ব্যাট থেকে এসেছে ৪৪ রান।


তিনি অমিত মিশ্রর বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েছেন। এরপর ৩০ রান করা সুরেশ রায়নাকেও সাজঘরে ফিরিয়েছেন মিশ্র। চতুর্থ উইকেটে দারুণ এক জুটি গড়ে দলকে জয়ের  অনেক কাছে নিয়ে যান যাদব ও ধোনী।


এই দুজনে চতুর্থ উইকেটে যোগ করেছেন ৪৮ রান। যাদব শেষ দিকে আউট হয়েছেন ২৭ রান করে রাবাদার বলে। অবশ্য ধোনী ৩২ রানের ক্যামিও ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।



promotional_ad

ব্রাভো অপরাজিত ছিলেন ৪ রান করে। এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক শ্রেয়াশ আইয়ার।  ব্যাট করতে নেমে ওপেনিংয়ে পৃত্থি শ আর শিখর ধাওয়ান ৩৬ রান যোগ করেন।


১৬ বলে ২৪ রান করে আউট হয়েছেন শ। শ্রেয়াশ আইয়ার আউট হয়েছেন ১৮ রান করে। ধাওয়ানকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি আগের ম্যাচে অর্ধশতক হাঁকানো ঋষাভ পান্ট তিনি ফিরেছেন ২৫ রান করে।


এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়েছে। ইনগ্রাম (২) ও কিমো পল (০) দুই অঙ্কে পৌঁছুতেই ব্যর্থ হয়েছেন। ধাওয়ান ফিরেছেন দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করে। ৪৭ বলের ইনিংসে তিনি ৭টি বাউন্ডারি মেরেছেন।


শেষ দিকে অক্ষর প্যাটেল (৯) ও রাহুল তেওয়াতিয়া অপরাজিত থেকে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন। চেন্নাইয়ের হয়ে ডোয়াইন ব্রাভো একাই নেন ৩ উইকেট, ১টি করে উইকেট নিয়েছেন জাদেজা, চাহার ও তাহির।


সংক্ষিপ্ত স্কোরঃ



দিল্লি ক্যাপিটেলসঃ ১৪৭/৬ (২০ ওভার)


(ধাওয়ান ৫১, পান্ট ২০; জাদেজা ১/২৩, ব্রাভো ৩/৩৩)


চেন্নাই সুপার কিংসঃ ১৫০/৪ (১৯.৪ ওভার)


(ওয়াটসন ৪৪, ধোনী ৩২* রায়না ৩০; মিশ্র ২/৩৫)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball