মিরপুরে প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ উত্তরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরে দারুণ খেলছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ৫ ম্যাচ খেলে চারটি ম্যাচেই জয় তুলে নিয়েছে দলটি।
বুধবার ষষ্ঠ ম্যাচে মাঠে নামছে তারা। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ নবাগত উত্তরা স্পোর্টিং ক্লাব। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়।
প্রাইম ব্যাংক ৫ ম্যাচ ৪ জয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে। এই ম্যাচে বড় ব্যবধানে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার সুযোগ রয়েছে দলটির।

মূলত ওপেনার এনামুল হকের দুর্দান্ত ফর্মের কারণে টানা সফল হচ্ছে প্রাইম ব্যাংক। দলটির হয়ে টানা তিন ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
৫ ম্যাচে তিনি ৩৬৮ রান সংগ্রহ করেছেন তিনি। ডিপিএলের এবারের আসরের শীর্ষ রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন এনামুল হক।
এই ম্যাচেও প্রাইম ব্যাংক তাকিয়ে থাকবে তাঁর দিকে। এদিকে, এবারের আসরের শুরু থেকেই ধুঁকছে উত্তরা স্পোর্টিং ক্লাব। ৫ ম্যাচ খেলে একটি মাত্র জয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে দলটি।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: আরিফুল হক, জাকির হাসান, মোহাম্মদ আল আমিন, এনামুল হক বিজয়, অলক কাপালি, আব্দুর রাজ্জাক, নাহিদুল ইসলাম, মোহর শেখ অন্তর, মো: আল আমিন হোসেন (জুনিয়র), মনির হোসেন খান, মো: সালমান হোসেন ইমন, নূর আলম সাদ্দাম, ইমরান আলী।
উত্তরা স্পোর্টিং ক্লাব: নাজমুল ইসলাম অপু, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, তানজিদ হাসান তামিম, মিনহাজ খান রিফাত, শাকির হোসেন শুভ্র, সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীর আলম, শেখ হুমায়ন, মোহাইনুল খান।