promotional_ad

সিরিজ জয়ের মিশনে পাকিস্তানের মুখোমুখি অস্ট্রেলিয়া

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। বুধবার সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নামছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।


আবুধাবিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়। এই ম্যাচ জিতলেই ২ ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে অজিরা। অন্যদিকে সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই পাকিস্তানের।


অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল তৃতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করার লক্ষ্যের কথা জানিয়েছেন। ভারতের বিপক্ষে সিরিজের শেষ তিন ম্যাচ তাদের চিন্তাধারা পালটে দিয়ে বলে মনে করেন তিনি।



promotional_ad

'ভারত সিরিজের শেষ তিন ম্যাচ আমাদের চিন্তা-ভাবনা পাল্টে দিয়েছে। কিভাবে কঠিন পরিস্থিতিতে লড়াই করতে হয় এবং ম্যাচ জয়ের জন্য কি কি করতে হয় তা আমরা জানি। দলের সবাই নিজেদের নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচ জিতে সিরিজ জয়ই আমাদের প্রধান লক্ষ্য।'


এই ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবনায় নেই পাকিস্তানের। ম্যাচ হারলেই সিরিজ ফসকে যাবে ফলে এই ম্যাচ জিতে ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকানো পাকিস্তানি ব্যাটসম্যান হারিস সোহেল।


'আমাদের সামনে এখন একটিই সমীকরণ। আর সেটা হলো- জয়। জয় ছাড়া কোনো উপায় নেই। হেরে গেলে চলমান সিরিজ নিয়ে আমাদের আর কিছুই করার থাকবে না। তাই যেভাবেই হোক তৃতীয় ম্যাচে আমরা জয় চাই।'


পাকিস্তান একাদশ (সম্ভাব্য): ইমাম উল হক, শান মাসুদ, হারিস সোহেল, উমর আকমল, শোয়েব মালিক (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফহিম আশরাফ, ইমাদ ওয়াসিম, ইয়াসির শাহ, উসমান শিনওয়ারি, জুনাইদ খান।



অস্ট্রেলিয়া একাদশ (সম্ভাব্য): উসমান খাওয়াজা, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, পিটার হ্যান্ডসকম্ব, মার্কাস স্টোইনিস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), নাথান কোল্টার-নিল, প্যাট কামিন্স, নাথান লায়ন, অ্যাডাম জ্যাম্পা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball