বিশ্বকাপে ফেভারিট চার দলের নাম জানালেন হেইলস

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন বিশ্বকাপে ফেভারিট চার দলের নাম জানিয়েছেন ইংলিশ তারকা অ্যালেক্স হেইলস। স্বাগতিক দল ইংল্যান্ডের সাথে ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়াকে ফেভারিট মনে করছেন তিনি।
সম্প্রতি স্কাই স্পোর্টসের সাথে আলাপকালে একথা জানিয়েছেন হেইলস। বিশ্বকাপের মতো বড় আসরে ভারতকে সবসময়ই ফেভারিট মনে করেন এই তারকা ব্যাটসম্যান। পাকিস্তানেরও যেকোনো দলকে হারানোর সামর্থ্য আছে বলে বিশ্বাস তাঁর।
'বিশ্বকাপের মতো টুর্নামেন্টে ভারত সব সময়ই একটি মারাত্মক শক্তিশালী দল। কিন্তু পাকিস্তানের ব্যাপারে আপনি জানেন না, তারা কখন কি করবে। তারা যদি ছন্দে থাকে নিজেদের দিনে তারা অবিশ্বাস্য দল হয়ে উঠে, যেমনটা আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখেছি।'

সদ্যই ভারতের মাটিতে সিরিজ জিতে এসেছে অস্ট্রেলিয়া দল। সিরিজে দারুণ ফর্মে ছিলেন অজি পেসাররা। তাছাড়া, নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরছেন ওয়ার্নার-স্মিথ। ফলে তাদের খাটো করে দেখার সুযোগ নেই বলে মনে করেন হেইলস।
'অস্ট্রেলিয়া সম্প্রতি ভারতের বিপক্ষে সিরিজ জিতেছে। তারা দেখিয়েছে কি করতে পারে। বিশেষ করে তারা তাদের সব পেসারদের পাচ্ছে এবং ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ ফিরছে।'
তবে, ঘরের মাঠে বিশ্বকাপে নিজ দল ইংল্যান্ডকে হট ফেভারিট হিসেবেই ধরছেন হেইলস। তিনি মনে করেন গত চার বছরে তাঁর দল সেই সামর্থ্য অর্জন করেছে। তাছাড়া গত দশটি সিরিজের উদাহরণ টেনেছেন তিনি। যার একটিতেও হারেনি ইংল্যান্ড।
'ইংল্যান্ড ফেভারট এবং গত চার বছর ধরে আমরা যা অর্জন করেছি, তার উপর ভিত্তি করে। এটা সত্যিই দারুণ। গত ১০টি সিরিজে আমরা একটিতেও হারিনি। এটা দেখায় যে আমরা ফর্মে আছি।'
ভালো ক্রিকেট খেলতে পারলে নক আউটে যেতে পারে ইংল্যান্ড। এমনটাই মনে করেন হেইলস। পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারের বিশ্বকাপে সফল হতে চায় ইংল্যান্ড দল। এমনটাই জানিয়েছেন তিনি।
'আশা করছি আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি তবে বিশ্বকাপে নক আউট পর্বে যেতে পারব এবং চাপের মধ্যে আমরা কেমন ক্রিকেট খেলি এটার উপর নির্ভর করছে। আশা করছি আমরা পূর্বের অভিজ্ঞতা থেকে শিখতে পারব এবং এগিয়ে যেতে পারব।'