বিশ্বকাপ দল নিয়ে মুখ খুললেন পাপন

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আসন্ন ক্রিকেট বিশ্বকাপের দল ঘোষণা নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বাংলাদেশের বিশ্বকাপ দলের স্কোয়াডে তেমন কোনও চমক যে থাকছে না তার ইঙ্গিত আগেই দিয়ে রেখেছেন তিনি।
মাশরাফি, তামিম, সৌম্য, মুশফিক, রিয়াদ, সৌম্য ছাড়াও স্কোয়াডে পাকাপোক্ত জায়গা থাকছে মুস্তাফিজ, লিটন, রুবেল, সাইফুদ্দিন এবং তাসকিনের। আর সেই কারণে নতুন কাউকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে চাইছেন না পাপন। মিরপুরে মঙ্গলবার সাংবাদিকদের বলেন,

'চমকের বিষয় এখানে না। আমরা ১৫ জনের একটা দল বানাব। আপনি যদি নামগুলো দেখেন তাইলেই তো বুঝবেন। তামিম আর দুই ওপেনার। আমি ধরে নিচ্ছি সৌম্য, লিটন খেলে তাহলে তো শেষ। সাকিব, মুশফিক, রিয়াদকে তো আপনি বাদ দিতে পারে না। তাহলে ছয়জন শেষ। এরপরে আসেন তিনজন পেসার তাহলে মুস্তাফিজ, মাশরাফি, রুবেল আছেই। এরপর অন্তত একজন বেশি তো নিতেই হবে। কারণ পেসাররা চোটে পড়ে। তাহলে তাসকিন আর সাইফুদ্দিন চলেই এল। তাহলে এগারো হয়ে গেল।'
মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে মোহাম্মদ মিঠুন এবং সাব্বির রহমানকে স্কোয়াডে রাখার কথা জানিয়েছেন পাপন। এছাড়াও স্পেশালিষ্ট অফ স্পিনার হিসেবে মিরাজকেও বাদ দেয়া যাচ্ছে না। তাই পাপন বলেছেন, 'স্পিনার হিসেবে মিরাজকে তো নিতেই হবে। সুতরাং বারোজন হলো। মিডল অর্ডারে ব্যাকআপ নিতে হবে, সেখানে মিঠুনের নাম আছে, সাব্বির আছে। এভাবে দেখতে পারেন আর তো সুযোগ নেই।'
ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটের মাঝে যে বিস্তর ফারাক রয়েছে সেটিও সুস্পষ্টভাবে তুলে ধরেছেন পাপন। আর সেই কারণে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করলেই জাতীয় দলের দুয়ার খুলে যাবে না বলে জানিয়েছেন বিসিবি প্রধান। সাংবাদিকদের বিসিবি প্রধান বলেন,
'নতুন কারো সম্ভাবনা খুবই কম। আমি বলছি না যে হবে না। কারণ আমরা কথা বলছিলাম যে কিছু করা যায় কিনা, কিছু করা যায় কিনা। ঘরোয়া ক্রিকেটে যতই ভাল করুক না কেন একটা নতুন ছেলে আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট পার্থক্য। উপমহাদেশে যদি হতো তাও এক কথা। কাজেই যে যতই ভাল করুক হুট করে এসে একদম বিশ্বকাপ খেলে ফেলবে এই সম্ভাবনা খুবই কম।'