অশ্বিনের পক্ষ নিলেন হার্শা ভোগলে!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান আইপিএলের গত ম্যাচে জস বাটলারকে মানকড় আউট করে বিপুল সমালোচনার মুখে পড়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের স্পিন বোলিং অলরাউন্ডার রবিচন্দ্র অশ্বিন। ক্রিকেট বিশ্বের অনেক ক্রিকেটারই এই বিতর্কিত ঘটনার কারণে মুন্ডুপাত করেছেন অশ্বিনের।
তবে ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে অশ্বিনের দোষ দেখছেন না এখানে। এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে হার্শা অশ্বিনকে নয়, বরং তৃতীয় আম্পায়ারকে দোষী হিসেবে তুলে ধরেছেন। তাঁর মতে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তেই আউট হয়েছেন বাটলার। অশ্বিনের পক্ষ নিয়ে হার্শা লিখেছেন,

'আমার চূড়ান্ত পয়েন্ট হলো অশ্বিন বাটলারকে রান আউট করেছে। এটি তৃতীয় আম্পায়ারের কাছে গিয়েছিলো যিনি কিনা আইসিসির এলিট প্যানেলের সদস্য। তিনি রিপ্লেগুলো দেখেছেন এবং বাটলারকে আউট দিয়েছেন। তিনি খেলার কন্ডিশন এবং আইনের তত্ত্বাবধায়ক। সুতরাং অশ্বিন যা করেছে, তা সম্পূর্ণ ছিলো আম্পায়ারের সিদ্ধান্ত।'
এর আগে ঘটনাটির পর আরেক টুইটে হার্শা লিখেছিলেন, 'বাটলারের রান আউটটি নিয়ে প্রচুর নাটক হচ্ছে। সে রাগান্বিত ছিলো, তবে এটি সুস্পষ্ট যে বোলারের অধিকার আছে নন স্ট্রাইকের ব্যাটসম্যান ক্রিস থেকে বের হয়ে গেলে তাঁকে আউট করার।'
উল্লেখ্য গতকাল আইপিএলের ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের ছুঁড়ে দেয়া ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করছিলো রাজস্থান রয়্যালস। কিন্তু ১৩তম ওভারের পঞ্চম বলে অপর প্রান্তে থাকা রাজস্থানের ইংলিশ রিক্রুট জস বাটলার ক্রিস ছেড়ে কিছুটা এগিয়ে গেলে তাঁকে কোনও প্রকার সাবধান না করেই রান আউট করে দেন বোলিংয়ে থাকা অশ্বিন, যা কিনা ক্রিকেটের ইতিহাসে মানকড় আউট নামে পরিচিত। বিতর্কিত এই আউটের পর তুমুল সমালোচনা শুরু হয় ক্রিকেট বিশ্বে।