promotional_ad

জিম্বাবুয়ের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরব আমিরাতের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য ২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। ৩ জন ক্রিকেটার প্রথম বারের মতো ডাক পেয়েছেন জিম্বাবুয়ের স্কোয়াডে।


স্কোয়াডে রাখা হয়েছে পিএসএলের আসরে কোয়াটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলা তারকা ক্রিকেটার ব্র্যান্ডন টেইলরকে। তিনি পিএসএলের আসরে চোটে পড়েছিলেন। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ শুরুর আগেই সেরে উঠবেন তিনি এমনটাই বিশ্বাস জিম্বাবুয়ের নির্বাচকদের।


প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার এইন্সিলে এন্ডল্ভু। তাঁর সঙ্গে আছেন মিডেল অর্ডার ব্যাটসম্যান চার্লস কুঞ্জে। দলে আরও আছেন অফ স্পিনার টনি মুনিংঙ্গা।



promotional_ad

জিম্বাবুয়ের স্কোয়াডে আবারও ডাক পেয়েছেন দুই ব্যাটসম্যান রয় কাইয়া ও টিমসেন মারুমা। দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান রিচমন্ড মুতুম্বামি, রেগিস চাকাভা এবং লেগ স্পিনার নাটসাই।


কায়া, চাকাভা এবং মারুমা প্রো-ফিফটি টুর্নামেন্টে সেঞ্চুরি হাঁকিয়েছেন। তাছাড়া, মারুমাও লোগান কাপে সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন। ৮১.৮০ গড়ে তিনি রান করেছেন ৪০৯। ফলে দলে আবারও ডাক পেয়েছেন তিনি।


দলে রেখে দেয়া হয়েছে অভিজ্ঞ সব তারকাকে। অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা, সিকান্দার রাজা, শেন উইলিয়ামস, তেন্ডাই চাতারা, কাইল জারভিস, এলটন চিগুম্বুরা এবং ক্রেগ আর্ভিন স্কোয়াডে আছেন।


সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৪ ম্যাচের ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১০, ১২, ১৪ ও ১৬ এপ্রিল। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।



জিম্বাবুয়ে স্কোয়াডঃ


হ্যামিল্টন মাসাকাদজা, ব্রেন্ডন টেইলর, ব্রায়ান চারি, সলোমন মিরে, তিনাশে কামুনহুকামওয়ে, ক্রেগ আরভিন, শেন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, টিমসেন মারুমা, রেগিস চাকাভা, কাইল জারভিস, তেন্ডাই চাতারা, রিচার্ড এনগারভা, ক্রিস এমপফু, ডোনাল্ড তিরিপানো, ব্র্যান্ডন মাভুতা , এইন্সিলে এন্ডল্ভু, রিচমন্ড মুতুম্বামি, চার্লস কুঞ্জ, নাটসাই মশংওয়ে, রায়ান বুরল, এলটন চিগুম্বুরা, তেন্ডাই চিশোরো, রয় কাইয়া, কার্ল মুম্বা, টনি মুনিওঙ্গা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball