বড় ম্যাচে দর্শক চান জহুরুল

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


ঘরোয়া লিগের বড় ম্যাচগুলোতে স্টেডিয়ামে দর্শক চান আবাহনীর উইকেটরক্ষক ব্যাটসম্যান জহুরুল ইসলাম অমি। সোমবার ঢাকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামদেডানের ম্যাচ অনুষ্ঠিত হলেও মিরপুরের গ্যালারি ছিল অনেকটাই দর্শক শূন্য।


তাই আক্ষেপ করেছেন আবাহনীর এই ক্রিকেটার। আবাহনীর কিছু দর্শক মাঠে আসলেও মোহামেডানের কোনো দর্শক ছিল না বললেই চলে। দর্শকরাই ক্রিকেটের প্রাণ এটাই মনে করিয়ে দিয়েছেন অমি।


promotional_ad

'আসলে দর্শক যত বেশি থাকবে খেলতে তত ভালো লাগবে। তারপরও আজ অনেক সমর্থক ছিল আবাহনী। তারা বেশ কিছু সময় চিৎকার করেছে আবাহনীর। খুব ভালো লাগছিল ভেতর থেকে। আমি চাইব আবাহনী-মোহামেডান ম্যাচ বা যেই বড় ম্যাচ হবে আমাদের, দর্শক আরও বেশি আসুক।'


অমি জানিয়েছেন এর আগে আরও অনেক বেশি দর্শক থাকতো। তিনি ৩ মৌসুম খেলেছেন আবাহনীর হয়ে। আগে আবাহনীর সমর্থক গোষ্ঠীরই ৫০-৬০ জন গ্যালারি মাতাতেন। দিনের পর দিন দর্শকের সংখ্যা কমে আসছে। তাই শঙ্কা প্রকাশ করেছেন তিনি।


'আমি মোহামেডান-আবাহনী ম্যাচে এর আগেও খেলেছি। আমি আবাহনীতে ৩ বছর খেলেছি ১২ বছর আগে। আসলে এর থেকে আরও বেশি ক্রাউড থাকত। ইভেন সমর্থক গোষ্ঠীরাও প্রায় ৫০-৬০ জন থাকত আবাহনীর। এখন ডে বাই ডে কমে আসছে।'


আবাহনী ঢাকার ক্রিকেটে এখনও অপ্রতিদ্বন্দ্বী। তবে মোহামেডান তাঁর জৌলুষ হারিয়েছে। অমি মনে করেন মোহামেডান এবার দারুণ ভালো দল গড়েছে। যদিও তারা দল হিসেবে এখনও পারফর্মেন্স করতে ব্যর্থ হয়েছে। সোমবার আবাহনীর বিপক্ষে তারা হেরেছে ৬ উইকেটের ব্যবধানে।


'মোহামেডান অনেক ভালো টিম। এই বছর ওরা অনেক ভালো দল গড়েছে, ভারসাম্যপূর্ণ দল করেছে। হয়তো বা ক্লিক করেনি সময়মত। তবে টিমের প্লেয়ারদের পারফর্মেন্স বিচার করলে দেখা যাবে খুব ভালো টিম।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball