ইরফানের অর্ধশত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সংক্ষিপ্ত স্কোর
মোহামেডান ১৪৬/২ (৩৬ ওভার)
ইরফান ৫১, রকিবুল ৩২
অপু ১/৬, মোসাদ্দেক ১/৮

গুরুত্বপূর্ণ ম্যাচে মোহামেডানের হয়ে হাল ধরলেন তিন নম্বরে ব্যাট করে নামা উইকেটকিপার ব্যাটসম্যান ইরফান সুক্কুর। ৭২ বলে এবারের আসরের দ্বিতীয় অর্ধশত পূর্ণ করেন তিনি। অর্ধশত পূর্ণ করতে ৩টি চার হাঁকান ইরফান।
দুই ওপেনার লিটন দাস ও আব্দুল মজিদ উইকেটে থিতু হয়েও আউট হয়েছেন। সেখান থেকে দলের স্কোর বাড়ানোর দায়িত্ব নিয়েছেন সুক্কুর। রকিবুলের সাথে জুটি গড়ে মোহামেডানের রান রেট বাড়ানোর চেষ্টা করেন তিনি।
এর আগে আবাহনী-মোহামেডানের হাই ভোল্টেজ ম্যাচে টসে হেরে মোহামেডানকে ব্যাটিংয়ে পাঠায় আবাহনী। মিরপুরে সকাল বেলার উইকেটে মাশরাফি ও মিঠুনের বদলী হিসেবে একাদশে জায়গা পাওয়া সাইফউদ্দিনের বোলিংয়ের সামনে সতর্ক ব্যাটিং করেন লিটন ও মজিদ।
উইকেটের সুবিধা নিয়ে দুর্দান্ত বোলিং করে মোহামেডান ওপেনারদের চাপে রাখে মাশরাফি-সাইফউদ্দিন। ব্যাটিং পাওয়ারপ্লের ???০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩৬ রান তোলে মোহামেডান।
কিন্তু কঠোর পরিশ্রম করে উইকেট ছুড়ে এসেছেন লিটন। সাইফ-মাশরাফির ঝড় সামলে বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর নিরীহ বলকে ফ্লিক করতে গিয়ে শর্ট মিড উইকেটে ক্যাচ তোলেন তিনি।
১৩তম ওভারে দলীয় ৪০ রানের সময় ৩৮ বল খেলে ২৭ রান করে আউট হন লিটন। সেখান থেকে মোহামেডানের স্কোর বাড়ানোর দায়িত্ব নেন ওপেনার মজিদ ও ইরফান সুক্কুর।
আবাহনীর নিয়ন্ত্রিত বোলিংয়ে হাত খুলে রান তুলতে পারে নি মোহামেডান। ইরফান দ্রুত রান তোলার চেষ্টা করেন। অন্য প্রান্তে ধরে রাখেন ওপেনার মজিদ। কিন্তু ইনিংসের ২৪তম ওভারে এসে খেই হারান মজিদ।
মোসাদ্দেকের অফ স্পিনে ব্যাক ফুট থেকে খেলতে নেমে লেগ বিফরের ফাঁদে পড়েন তিনি। ৬৭ বল খেলে মাত্র ৩৮ স্ট্রাইক রেটে ২৬ রান করেন তিনি।