promotional_ad

উত্থান-পতনে স্টিভ স্মিথের ১ বছর

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বল টেম্পারিংয়ের দায়ে নিষিদ্ধ হওয়ার আগেই ২০১৮ সালের ২৫ মার্চ স্বেচ্ছায় অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন স্টিভ স্মিথ। এর ঠিক এক বছর পর চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের জার্সিতে মাঠে নামতে যাচ্ছেন এই অজি ক্রিকেটার।


২৫ মার্চ অধিনায়কত্ব ছাড়ার ৪দিন পর ক্রিকেট থেকে ১ বছরের জন্য নিষিদ্ধ হন স্মিথ। যেকারণে সেই বছর আইপিএলও খেলতে পারেন নি তিনি। তবে এবার নিষেধাজ্ঞা শেষ হওয়ার ৪দিন আগেই আইপিএল মাঠে ফিরতে যাচ্ছেন সাবেক এই অজি অধিনায়ক।



promotional_ad

এদিকে এবার নিষিদ্ধ থাকা সত্ত্বেও আইপিএল খেলার অনুমুতি পেয়েছেন স্মিথ। তাই এই ডানহাতি ব্যাটসম্যান ভারতীয় ক্রিকেট বোর্ডকে প্রশ্ন করতে চেয়েছেন গেল আসরে তাঁকে কেন খেলতে দেয়া হয় নি। স্মিথ বলেন, 


'আমি আসলে নিয়মকানুনের ব্যাপারে তেমন কিছু জানিনা। এই ব্যাপারে বিসিসিআইকে জিজ্ঞেস করতে হবে, আমি জানি না আসলে।'


গত বছর ২৩শে মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিং ইস্যুতে জড়িয়ে এক বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। 



তাঁদের সাথে একই ঘটনায় লিপ্ত থাকার দরুন আরেক অজি ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফটকে ৯ মাসের নিষেধাজ্ঞা দিয়েছিলো ক্রিকেট অস্ট্রেলিয়া। চলতি মাসের ২৯ তারিখে শেষ হতে যাচ্ছে স্মিথ এবং ওয়ার্নারের নিষেধাজ্ঞা। 


উল্লেখ্য ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট ৬৯টি আইপিএলের ম্যাচ খেলেছেন স্টিভ স্মিথ। যেখানে ৩৭.২০ গড় এবং ১৩১.৭০ স্ট্রাইক রেটে রান ১৭০৩ রান সংগ্রহ করেছেন তিনি। তাঁর রয়েছে ১টি সেঞ্চুরি এবং ৫টি হাফসেঞ্চুরি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball