promotional_ad

ফিঞ্চের ক্যারিয়ার সেরা ইনিংসে অস্ট্রেলিয়ার জয়

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টানা দ্বিতীয় ম্যাচে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়ে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন অ্যারন ফিঞ্চ। এই ম্যাচে তারা পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে ৮ উইকেটের ব্যবধানে। এই জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে অজিরা।


বড় লক্ষ্যে খেলতে নেমে ওপেনিংয়ে ২০৯ রান যোগ করেন দুই ওপেনার উসমান খাওয়াজা ও অ্যারন ফিঞ্চ। ৮৮ রান করে উসমান ফিরলে এই জুটি ভাঙে। এই জুটিই মূলত অস্ট্রেলিয়ার বড় জয় নিশ্চিত হয়ে যায়।


১৯ রান করে আউট হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। এরপর শন মার্শকে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ফিঞ্চ। তিনি নিজে অপরাজিত থাকেন ক্যারিয়ার সেরা ১৫৩ রান করে। তার ইনিংসটি সাজানো ছিল ৬টি ছয় ও ১২টি চারে।


শন মার্শের ব্যাট থেকে এসেছে অপরাজিত ১১ রান। পাকিস্তানের হয়ে ১টি উইকেট নিয়েছেন ইয়াসির শাহ। এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান দলপতি শোয়েব মালিক।



promotional_ad

ইনিংসের শুরুতেই ইমাম উল হক (০) সাজঘরে ফেরেন। এরপর পাকিস্তানের ইনিংস মেরামত শুরু করেন শান মাসুদ ও হারিস সোহেল। মাসুদ ১৯ রান করে ফিরলে এই জুটি ভাঙে।


এরপর হারিস আউট হয়েছেন ৩৪ রান করে। চার নম্বরে নামা মোহাম্মদ রিজওয়ান ১২৬ বল খেলে ১১৫ রান করে আউট হন। তিনি নিজের ইনিংস সাজিয়েছেন ১১টি বাউন্ডারিতে।


শোয়েব মালিকের ব্যাট থেকে এসেছে ৬০ রান। শেষ দিকে আকমল ১৬ ও ফাহিম আশরাফ ১৪ রান করে আউট হয়েছেন। ইমাদ ওয়াসিম অপরাজিত ছিলেন ১৯ রানে। ইয়াসির শাহ ১ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।


অস্ট্রেলিয়ার হয়ে ২টি করে উইকেট নিয়েছেন ঝাই রিচার্ডসন ও নাথান কোল্টার নিল। ১টি করে উইকেট গেছে নাথান লায়ন, অ্যাডাম জাম্পা ও অ্যারন ফিঞ্চের ঝুলিতে।


সংক্ষিপ্ত স্কোরঃ৪



পাকিস্তানঃ ২৮৪/৭ (৫০ ওভার)


(রিজওয়ান ১১৫, মালিক ৬০; রিচার্ডসন ২/১৬)


অস্ট্রেলিয়াঃ ২৮৫/২ (৪৭.৫ ওভার)


(ফিঞ্চ ১৫৩*, খাওয়াজা ৮৮; ইয়াসির ১/৬০)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball