promotional_ad

সিরিজ শেষ না করেই ফিরছেন ফাহিম আশরাফ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ তিন ম্যাচ না খেলেই পাকিস্তান ফিরে যাচ্ছেন অলরাউন্ডার ফাহিম আশরাফ। সিরিজের শেষ ৩ ওয়ানডেতে তাকে বিশ্রাম দেয়া হয়েছে।


পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই খবরটি নিশ্চিত করেছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বকাপের কথা ভেবে এই ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে তারা।



promotional_ad

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ২৮ রানের ইনিংস খেলেছিলনে ফাহিম। সঙ্গে ৫০ রানের বিনিময়ে নিয়েছিলেন ১টি উইকেট। সিরিজের দ্বিতীয় ম্যাচে তিনি আউট হয়েছেন মাত্র ১৪ রান করে।


দ্বিতীয় ওয়ানডে খেলে সোমবারই তাঁর দেশে ফেরার কথা রয়েছে। আগামী ৩১ মে উইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে তারা।


সিরিজে টি-টুয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলার কথা রয়েছে পাকিস্তান দলের। এর আগে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন দলটি।



সামনের এই ব্যস্ত সূচির কথা ভেবেই অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে দলের শীর্ষ বেশ কয়েকজন তারকাকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ তিন ওয়ানডে ম্যাচ মাঠে গড়াবে আগামী ২৭, ২৯ ও ৩১ মার্চ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball