নিষেধাজ্ঞা সত্ত্বেও আইপিএল দেখছে পাকিস্তানিরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার পাকিস্তানে নিষিদ্ধ করেছিল দেশটির সরকার। তাই আইপিএলের ম্যাচ দেখতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে পাকিস্তানের ক্রিকেট ভক্তরা।
গত মাসেই পুলওয়ামায় সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সম্প্রচার বন্ধ করে দেয়া হয় ভারতে। এর জবাব দিতেই আইপিএলের ম্যাচ সম্প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করে পাকিস্তান সরকার।

২০০৮ সাল থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার নিষেধাজ্ঞা আছে পাকিস্তানি খেলোয়াড়দের। তারপরও প্রতি বছরই পাকিস্তানে সম্প্রচারিত হতো আইপিএলের ম্যাচ। তবে এবার প্রথমবারের মতো এই টুর্নামেন্টের সম্প্রচার বন্ধ রয়েছে পাকিস্তানে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সাবেক পাকিস্তানি ক্রিকেটার বলেছেন, 'পিএসএলের সময় ভারত সরকার যা করেছে তা সঠিক কাজ করেছে কিনা না তা আমি জানি না। তারা আমাদের টুর্নামেন্টকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছিল এবং ক্রিকেটের সাথে রাজনীতি মিশিয়েছিল।'
আইপিএল শুরুর আগেই পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ আহমেদ চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেছিলেন এবারের আইপিএল পাকিস্তানে সম্প্রচার করা হবে না। সেই নির্দেশই মানা হচ্ছে এখন।
'পিএসএল-এর সময়, ভারতীয় কোম্পানি এবং সরকার যেভাবে পাকিস্তানের ক্রিকেটের সাথে আচরণ করেছিল, তারপরেও আমরা পাকিস্তানে আইপিএল দেখাতে পারব না।'