promotional_ad

সেঞ্চুরিয়ান সাইফ জেতালেন দোলেশ্বরকে

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিকেএসপিতে ফর্ম ধরে রেখে খেলাঘরকে হারাতে সাহায্য করেছে প্রাইম দোলেশ্বরের ওপেনার সাইফ হাসান। খেলাঘরের ২৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাইফের অপরাজিত ১৩২ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটের বড় জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর।


ইনিংসের ২০ বল বাকি থাকতেই জয় তুলে নিয়েছে নারায়নগঞ্জের দলটি। এর আগের ম্যাচে গাজি গ্রুপের বিপক্ষে ১০২ রানের ইনিংসের পর আরেকবার সেঞ্চুরিতে দলের জয়ে বড় অবদান রেখেছেন সাইফ।


পুরো আসর জুড়েই দারুণ ফর্মে আছেন তিনি। পর পর দুই সেঞ্চুরির আগে লীগের শুরুতে শাইনপুকুরের বিপক্ষে অপরাজিত ৮৩ ও প্রাইম ব্যাংকের বিপক্ষে ৮৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। 


বিকেএসপিতে ব্যাটিং সহায়ক উইকেটে খেলাঘরের ২৫৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ওপেনার সৈকত আলি দ্রুত সাজঘরে ফিরে যান। তিন নম্বরে নামা মাহমুদুল হাসানকে নিয়ে অর্ধশত ছাড়ানো জুটি গড়েন সাইফ।


২২তম ওভারে দলীয় ৯৪ রানের সময় ২৪ রান করে মাহমুদুল আউট হলেও ছন্দ পতন হয়নি সাইফ ও প্রাইম দোলেশ্বরের। অভিজ্ঞ মার্শাল আইয়ুবের সাথে জুটি গড়ে দলের স্কোর বাড়াতে থাকেন তিনি, ৬৮ বল খরচার অর্ধশত তুলে নেন সাইফ। 



promotional_ad

সাইফ-মার্শাল জুটি অর্ধশত রানের জুটি গড়ে প্রাইম দোলেশ্বরের জয় প্রায় নিশ্চিত করে। ৪০ রানে মার্শাল আউট হলেও পাকিস্তানি সাদ নাসিম ও সাইফ জুটি গড়ে দোলেশ্বরের জয় নিশ্চিত করেন। সাদ ৩৪ রানে অপরাজিত ছিলেন।


এর আগে খেলাঘরকে লড়াই করার মত পুঁজি এনে দিতে সাহায্য করে উইকেটকিপার ব্যাটসম্যান মেহিদুল ইসলাম অঙ্কন। তিন নম্বরে নেমে ৮৬ রানের ঝলমলে ইনিংস খেলেছেন তিনি। 


খেলাঘরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ওপেনার সাদিকুর রহমান। ৬১ বলে ৫৮ রান করে সৈকত আলির বলে আউট হয়েছিলেন তিনি। এছাড়া কেউই দোলেশ্বরের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি।


দারুণ ফর্মে থাকা ফরহাদ রেজা আজও সর্বোচ্চ তিন উইকেট শিকার করেছেন। এছাড়া আবু জায়েদ ও সৈকত আলি দুটি করে উইকেট নিয়েছেন।


সংক্ষিপ্ত স্কোর


খেলাঘর ২৫৭/৯ (৫০ ওভার)



অঙ্কন ৮৬, সাদিকুর ৫৮


রেজা ৩/৫২


প্রাইম দোলেশ্বর ২৫৮/৩ (৪৬.৪)


সাইফ ১৩২*, মার্শাল ৪০


রবি ১/২৭



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball