সাব্বিরের অলরাউন্ড নৈপুণ্যে জিতল শাইনপুকুর

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
ফতুল্লার খান শাহেব ওসমানী স্টেডিয়ামে চলতি ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) পঞ্চম রাউন্ডে উত্তরা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। সাব্বির হোসেনের ৭২ বলে ৯৯ রানের উপর ভর করে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে আফিফ হোসেনের দল।
১৪৬ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই উত্তরার বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকেন সাব্বির। একপ্রান্তে ওপেনার সাদমান ইসলামকে দর্শক বানিয়ে দ্রুত ফিফটি তুলে নেন এই ওপেনার।
দুজন মিলে উদ্বোধনী জুটিতে ১১৭ রান যোগ করার পর ব্যক্তিগত ৩৮ রানে সাদমান ফিরে গেলেও সেঞ্চুরির লক্ষ্যে ব্যাট করতে থাকেন সাব্বির। সেই লক্ষ্যে প্রায় সফলও হয়ে গিয়েছিলেন তিনি।
কিন্তু ব্যক্তিগত ৯৯ রানে দলীয় ১৪৫ রানে জাহাঙ্গির আলমের বলে শহিদুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে বসেন সাব্বির। ৭২ বলে ৭ ছক্কা এবং ৭ চারের সাহায্যে ৯৯ রানে প্যাভিলিয়নে ফেরেন এই ওপেনার।

সাব্বির বিদায় নিলেও ২৬তম ওভারের প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে শাইনপুকুরের জয় নিশ্চিত করেন তিন নম্বরে নামা অমিত হাসান। অমিত ৬ এবং তৌহিদ হৃদয় ০ রানে ক্রিজে অপরাজিত থাকেন।
এর আগে প্রথমে ব্যাট করে শাইনপুকুর বোলারদের তোপে মাত্র ১৪৫ রানেই গুটিয়ে যায় উত্তরা। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন উইকেটরক্ষক মিনহাজুল আবেদিন। বল হাতে সাব্বির শিকার করেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
উত্তরাঃ ১৪৫ অল আউট (৪৪.৪ ওভার)
(মিনহাজুল ৫১*), (সাব্বির ৩/২৭)
শাইনপুকুরঃ ১৪৯/২ (২৫.১ ওভার)
(সাব্বির ৯৯) (জাহাঙ্গির আলম ১/২৪)