বিদেশি পেসার সংকটে মুম্বাই

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএল শুরুর আগেই বিদেশি পেসার সংকটের মুখে পড়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। গোড়ালির ইনজুরির কারণে দলটি থেকে এরই মধ্যে ছিটকে পড়েছেন নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনে।
কিউই এই ক্রিকেটারকে নিলাম থেকে ১ লাখ ৪ হাজার ডলারে দলে ভিড়িয়েছিলো মুম্বাই ইন্ডিয়ান্স। অপরদিকে লঙ্কান পেস তারকা লাসিথ মালিঙ্গাকেও প্রথম ছয় ম্যাচে পাচ্ছে না মুম্বাই। শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে খেলার কারণে তাঁকে ছাড়াই কয়েকটি ম্যাচে মাঠে নামতে হবে দলটিকে।

এদিকে মিলনের ছিটকে পড়ার ব্যাপারে এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি। তবে তাঁর পরিবর্তে উইন্ডিজদের তরুণ পেসার আলজারি জোসেফকে দলে ভেড়ানোর ব্যাপারে আশাবাদী তারা।
দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে রবিবার নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স। মালিঙ্গা এবং মিলনে না থাকায় বর্তমানে তাদের দলটিতে রয়েছে মাত্র তিন জন স্পেশালিস্ট বিদেশি পেসার। যাদের মধ্যে আছেন নিউজিল্যান্ডের মিচেল ম্যাক্লেনেগান অস্ট্রেলিয়ার জ্যাসন বেহরেনডর্ফ।
মুম্বাই ইন্ডিয়ান্স স্কোয়াডঃ
রোহিত শর্মা (অধিনায়ক), এভিন লুইস, কুইন্টন ডে কক, সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, আদিত্য তারে, সিদ্ধেষ লাড, আনমোলপ্রীত সিং, যুবরাজ সিং, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, বেন কাটিং, কাইরন পোলার্ড, অনুকূল রায়, পঙ্কজ জাসওয়াল, মায়াঙ্ক মারকান্ডে, রাহুল চাহার, লাসিথ মালিঙ্গা, জাসপ্রিত বুমরাহ, জেসন বেহেরেনডর্ফ, মিচেল ম্যাকক্লেনেগান, বারিন্দার স্রান, রসিক ধর।