promotional_ad

লঙ্কানদের উড়িয়ে সিরিজ জয়ী দক্ষিণ আফ্রিকা

গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||   


সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি টুয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে ১৬ রানের জয় পেয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। আর এই জয়ের ফলে ২-০ তে সিরিজ নিজেদের করে নিয়েছে প্রোটিয়ারা। 


এদিন সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুতে টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন লঙ্কান অধিনায়ক লাসিথ মালিঙ্গা। পরবর্তীতে ব্যাটিং করতে নেমে রিজা হেন্ডরিক্স এবং রাসি ফন ডার ডুসেনের জোড়া হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ১৮০ রান সংগ্রহ করে স্বাগতিকরা।


মাত্র ৪৬ বলে ৬৫ রান করেছেন হেন্ডরিক্স। অপরদিকে ৪৪ বলে ৬৪ রানের ইনিংস খেলেন ডুসেন। দারুণ ব্যাটিং করেছেন অধিনায়ক জেপি ডুমিনি। ১৭ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে। যেখানে ২টি ছয় এবং সমান সংখ্যক চার হাঁকিয়েছেন তিনি।  



promotional_ad

এই তিন ব্যাটসম্যানের ব্যাটে মাত্র ৩ উইকেট হারিয়ে বিশাল পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। লঙ্কান বোলারদের মধ্যে ৪ ওভার বোলিং করে ২৬ রান খরচায় ১ উইকেট শিকার করেছেন অধিনায়ক মালিঙ্গা। ইসুরু উদানা এবং আকিলা ধনঞ্জয়াও পেয়েছেন ১টি করে উইকেট। 


১৮১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যে খেলতে নেমে প্রোটিয়া বোলারদের তোপের মুখে পড়ে শ্রীলঙ্কা। দলীয় ৮৩ রানের মাথায় ৭ উইকেট খুইয়ে বিপদে পড়েছিলো লঙ্কানরা। তবে লোয়ার অর্ডার ব্যাটসম্যান ইসুরু উদানার ৪৮ বলে ৮৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। তিনি হাঁকিয়েছেন ৬টি ছয় এবং ৮টি চার।


বাকি ব্যাটসম্যানদের মধ্যে থিসারা পেরেরা করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ১৫ বলে ২২ রান। এছাড়াও ১৫ বলে ২০ রানের ইনিংস এসেছে ওপেনার নিরোশান ডিকওয়েলার ব্যাট থেকে। লঙ্কান শিবিরে তান্ডব চালিয়েছেন ডানহাতি পেসার ক্রিস মরিস। ৪ ওভার বোলিং করে ৩২ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন তিনি।


৩৪ রানে ২ উইকেট নিয়েছেন আরেক পেসার ডেল স্টেইন। অপরদিকে বাঁহাতি চায়নাম্যান বোলার তাবরাইজ শামসি ১৬ রানে পেয়েছেন ২টি উইকেট। 



সংক্ষিপ্ত স্কোরঃ


দক্ষিণ আফ্রিকাঃ ১৮০/৩ (২০ ওভার) (হেন্ডরিক্স- ৬৫, ডুসেন- ৬৪; মালিঙ্গা-১/২৬, ধনঞ্জয়া-১/৩১)


শ্রীলঙ্কাঃ ১৬৪/৯ (২০ ওভার) (উদানা- ৮৪, পেরেরা-২২; মরিস- ৩/৩২, শামসি- ২/১৬) 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball