সাকিব-ওয়ার্নারদের ছাড়াও শক্তিশালী হায়দ্রাবাদঃ হার্শা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নামিদামি সব তারকাদের নিয়ে দল সাজিয়েছে আইপিএলের দল সানরাইজার্স। জাতীয় দলের ম্যাচ থাকায় পুরো আইপিএলে খেলা হবে না সাকিব, রশিদ, নবী, ওয়ার্নার ও বেয়ারস্টোদের। এই তারকাদের ছাড়াও হায়দ্রাবাদকে সমান শক্তিশালী বলে মনে করেন জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে।
সম্প্রতি ক্রিকবাজের একটি অনুষ্ঠানে হায়দ্রাবাদ দলকে নিয়ে নিজের মন্তব্য জানানোর সময় একথা বলেছেন তিনি। সাকিব-ওয়ার্নাররা না থাকলেও উইলিয়ামসন-গাপটিলরা তাদের শূন্যতা পূরণ করতে সক্ষম বলে মত হার্শার।

'স্কোয়াডের পাঁচজন খেলোয়াড়ই চলে যাবে। রশিদ, নবী, সাকি??, বেয়ারস্টো, ওয়ার্নার এদের প্রত্যেকেই চলে যাবে। বিলি স্ট্যানলেক যেহেতু অস্ট্রেলিয়া দলে জায়গা পাবে না তাই সে থেকে যাবে। মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসনও থেকে যাবে। এই দলটির দারুণ ব্যাপার হলো যেকোনো কম্বিনেশনেই দলটি শক্তিশালী।'
টুর্নামেন্টের শুরু থেকেই খেলবেন সাকিব-ওয়ার্নাররা। আইপিএল খেলতে শুক্রবারই কলকাতায় পা রেখেছেন সাকিব। রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে হায়দ্রাবাদ।
এবারের আসরের শুরুতে হায়দ্রাবাদের ইনিংস শুরু করবেন ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো। দলের অধিনায়ক হিসেবে আছেন কেন উইলিয়ামসন। ফলে তিনি খেলবেন তিন নম্বর পজিশনে। এমনটাই মনে করেন হার্শা।
'ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো ওপেন করবে। এটা দারুণ একটি কম্বিনেশন। আপনার অবশ্যই কেন উইলিয়ামসকে খেলাতে হবে। এখানে গাপটিলও আছে। গাপটিল এখানে কারণ ওয়ার্নার ও বেয়ারস্টো চলে যাবে। তারপর হয়ত গাপটিল আসবে।'